সিনেমা হলে মুক্তির আগেই কেজিএফ টু নিয়ে চলছে উল্লাস। কন্নড় সিনেমার সুপারস্টার নাভিন কুমার ওরফে ইয়াশের এখন সুসময়। এরই মধ্যে ভাসছে বিগ বাজেটের এক সিনেমায় ইয়াশের চুক্তিবদ্ধ হবার গুঞ্জন...

কেজিএফের প্রথম কিস্তির আকাশচুম্বী জনপ্রিয়তার পর অ্যাকশনপ্রেমী দর্শকেরা এখন এর দ্বিতীয় কিস্তির জন্য অধীর আগ্রহে দিন গুণছেন। সিনেমা হলে মুক্তির আগেই কেজিএফ টু নিয়ে চলছে উল্লাস। সবমিলিয়ে কন্নড় সিনেমার সুপারস্টার নাভিন কুমার ওরফে ইয়াশের এখন সুসময়- কেজিএফ:চ্যাপ্টার টু মুক্তির অপেক্ষায় থাকতে থাকতেই তার দুয়ারে হানা দিচ্ছেন নির্মাতা-প্রযোজকেরা। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, নতুন আরেকটি অ্যাকশন ফিল্মের জন্য ইয়াশ চুক্তিবদ্ধ হচ্ছেন ২০২১ সালেই, প্রযোজক বিষ্ণু ইন্দুরি। 

কেজিএফ সিনেমার পোস্টার

এই বছরের জুলাইয়ে মুক্তি পাবে কেজিএফ ফিল্ম সিরিজের দ্বিতীয় কিস্তি। কন্নড় ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেকের কাছে প্রথমবারের মতো পরিচয় করিয়ে দিয়েছে ইয়াশের এই ভরপুর অ্যাকশন ফিল্ম। কেজিএফ:চ্যাপ্টার ওয়ান- এরপর চ্যাপ্টার টু হচ্ছে এর দ্বিতীয় পর্ব- নামের ধরন একই এবং এরই মধ্যে এটি দর্শকমহলে যে আলোড়ন সৃষ্টি করেছে, তাতে বলাই যায় প্রথম পর্ব কে ছাড়িয়ে যেতে পারে কেজিএফ সিরিজের নতুন ফিল্ম। ফিল্ম জগতের স্টারডম পাওয়ার সাথে সাথে সমস্ত তারকার সাথে যা হয়, ইয়াশের সাথে প্রকৃতির নিয়ম মতোই সেটি ঘটছে- প্রযোজক থেকে নির্মাতা-ভীড় জমাচ্ছেন ইয়াশের দরবারে নতুন চলচ্চিত্র নির্মানের পরিকল্পনা নিয়ে।

এমনই এক পরিকল্পনার কথা শোনা যাচ্ছে যেখানে বিষ্ণু ইন্দুরির প্রযোজনায় সমগ্র ভারতবর্ষকে নিয়ে একটি ঐতিহাসিক একশন সিনেমার সাথে যুক্ত হতে পারেন ইয়াশ। এছাড়াও ইয়াশের নিজস্ব প্রোডাকশন হাউজের কথাও বাজারে চালু রয়েছে। তবে, কাগজে-কলমে এখনো কোনো চুক্তি হয়নি কোনো ব্যাপারেই। এজন্য সকলেই কেজিএফ: চ্যাপ্টার টু রিলিজ পর্যন্ত অপেক্ষা করছেন। 

কেজিএফ চ্যাপ্টার-২

কন্নড় ভাষার চলচ্চিত্রকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া নির্মাতা প্রশান্ত নীলের কেজিএফ:চ্যাপ্টার ওয়ান ছিলো বক্স অফিস কাঁপিয়ে তোলা এক চলচ্চিত্র। বক্স অফিস থেকে ২৫০ কোটি টাকা তুলে আনে এই ধুন্ধুমার একশন ফিল্ম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ইয়াশের ক্যারিয়ার টার্নিং পয়েন্টও বলা হয় এই সিনেমাকে। বর্তমান ইয়াশ অভিনীত এই সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়, পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে- থিয়েটারে রিলিজ হবে জুলাইয়ের ১৬ তারিখে। কন্নড়, হিন্দি, তেলেগু,তামিল আর মালায়লাম- এই ৫টি ভাষায় মুক্তি পাবে “কেজিএফ: চ্যাপ্টার টু”। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা