বিশেষ নামের বদৌলতে সাফল্য আসে কী না, নাকি তা নেহায়েতই কাকতাল, তা জানা নেই কারো। তবে বিশেষ নাম নিয়ে পর্দায় এসে সাফল্য পাওয়ার নজির আছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান সহ অজস্র তারকার। কিন্তু নিজের বাস্তব নাম নিয়ে পর্দায় এসে সেই চরিত্রকে তুমুল জনপ্রিয় করার এই অদ্ভুতুড়ে বিষয়টি একমাত্র বিদ্যা বালানের ক্ষেত্রেই সত্য...
বলিউডের গুণী অভিনেত্রী বিদ্যা বালান যখন 'বিদ্যা' নামের চরিত্রে প্রথমবারের মতন পর্দায় আসেন, অভিনয় করেন বলিউড ক্লাসিক 'পা' সিনেমাতে, তখন তিনি হয়তো কল্পনাও করেন নি, এই একই নামে তাকে করতে হবে আরো বেশ কয়েকবার অভিনয়। তিনি হয়তো এটাও জানতেন না, যতবারই তিনি কোনো সিনেমায় 'বিদ্যা' চরিত্রে অভিনয় করবেন, সে সিনেমাটি হয়ে যাবে সফল এবং চরিত্রটি হয়ে যাবে জনপ্রিয়। শাহরুখ খানের 'রাজ' চরিত্রটি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' সিনেমায় জনপ্রিয় হওয়ার পরে তিনি বেশ কয়েকটি সিনেমাতেই উপস্থিত হয়েছিলেন এই বিশেষ নাম নিয়ে। সিনেমাগুলোও হয়েছিলো সফল। এমনটি লক্ষ্য করি, 'বিগ বি' অমিতাভ বচ্চনের ক্ষেত্রেও। 'দিওয়ার' থেকে শুরু করে তাঁর বেশকিছু কালজয়ী সিনেমায় তিনি পর্দায় এসেছেন 'বিজয়' চরিত্রে।
নামের বদৌলতে সাফল্য আসে কী না, নাকি তা নেহায়েতই কাকতাল, তা জানা নেই কারো। তবে বিশেষ নাম নিয়ে পর্দায় এসে সাফল্য পাওয়ার এই নজির আছে আরো অনেক তারকার। কিন্তু নিজের বাস্তব নাম নিয়ে পর্দায় এসে সেই চরিত্রকে জনপ্রিয় করার এই অদ্ভুতুড়ে বিষয়টি শুধুমাত্র বিদ্যা বালানের ক্ষেত্রেই লক্ষ্য করি।
আর বালকি'র ক্লাসিক 'পা' সিনেমায় বাবা-ছেলের দুর্দান্ত রসায়ন ছাপিয়েও যদি কোনো কিছু প্রকট হয়ে ওঠে, তা অবশ্যই একা এক মায়ের সংগ্রামমুখর আখ্যান। যে মায়ের সন্তান এক বিশেষ ব্যাধিতে আক্রান্ত। সমাজের বিপরীতে গিয়ে যে মা সংগ্রাম করেন সমাজ-কাঠামোর প্রচলিত সংস্কারের বিরুদ্ধে, যে মায়ের সংগ্রাম সন্তানের সুস্থতার জন্যেও। একইসাথে অনমনীয় কিন্তু ভেতরে ভেতরে ভঙ্গুর এক চরিত্র যে দক্ষতায় 'পা' সিনেমায় ফুটিয়ে তুলেছিলেন বিদ্যা বালান, মুগ্ধ হওয়ার মতন। তাছাড়া কাস্টিং লিস্ট এর তাবড় তাবড় অভিনেতাদের পাশে সমানতালে লড়ে এরকম এক দুর্দান্ত পারফরম্যান্স দেয়া...বিদ্যা বালানের অভিনীত 'ডঃ বিদ্যা' চরিত্রটি নির্ঘাতভাবেই স্থান করে নিয়েছিলো মানুষের হৃদয়ে।
এরপরে বিদ্যা বালান আবারও 'বিদ্যা' চরিত্রে হাজির হলেন সুজয় ঘোষের 'কাহানি' এবং 'কাহানি-২' তে। 'কাহানি' মুক্তির পরে বাঙ্গালী দর্শকেরা একরকম লুফেই নেয় এই নির্মাণকে৷ কলকাতার দুর্গাপূজার আলোক-ঝলমলে সময়ে পিচ করা টানটান থ্রিলার... উৎসব ও থ্রিলার-প্রিয় বাঙালির জন্যে 'সোনায় সোহাগা'র এর চেয়ে ভালো সংজ্ঞা আর কী হতে পারে? এক অন্তঃসত্ত্বা মহিলা যার নাম বিদ্যা বাগচি, তিনি খুঁজে বেড়াচ্ছেন তার হারিয়ে যাওয়া স্বামীকে। আবার এই চরিত্রের আড়ালে লুকিয়ে আছে আরেক বিদ্যা বসু, যিনি ঘুরে বেড়াচ্ছেন স্বামীহত্যার প্রতিশোধ নেয়ার জন্যে। দারুণ গল্প, দারুণ এক্সিকিউশন এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, 'বিদ্যা' চরিত্রে বিদ্যা বালানের তুখোড় অভিনয়...সুজয় ঘোষ বাজিমাত করে দিয়েছিলেন।
'কাহানি' যেরকম দুর্দান্ত প্রভাব রেখে গিয়েছিলো দর্শকের মানসপটে, 'কাহানি-২' ঠিক ততটা মর্মস্পর্শী না হলেও এই সিনেমাতেও বিদ্যা বালানের চরিত্রের গভীরতা লক্ষ্য করা যায় ভালোভাবেই। 'কাহানি'র সাথে সাদৃশ্য রেখেই হয়তো এই নির্মাণেও বিদ্যা আমাদের সামনে আবির্ভূত হন দ্বৈতসত্তার মিলিত জটিলতায়। 'বিদ্যা সিনহা' নামে তিনি প্রথমে পর্দায় এলেও পরে আমরা জানতে পারি, তার প্রকৃত নাম দূর্গা রানী সিং। সুজয় ঘোষ এই সিনেমাতেও আনেন বিদ্যা বালানের দ্বিমুখী সত্তাকে, আনেন দূর্গাকেও, আনেন রহস্যের মারপ্যাঁচকেও। সে সাথে মনোযোগী দর্শক এও বুঝতে পারে, তৃতীয়বারের মতন 'বিদ্যা' চরিত্রে পর্দায় হাজির হলেন বিদ্যা বালান। এই তিন 'বিদ্যা' হৃদয়ে দাগ কাটলো প্রবল পরাক্রমে, এই তিন 'বিদ্যা' উপলব্ধি করালো মাতৃসংগ্রামের পীড়াদায়ক আখ্যানও।
বিদ্যা বালান, 'বিদ্যা' চরিত্রে শেষ যে সিনেমায় এলেন, সেটির নাম 'শেরনি।' সম্প্রতি মুক্তি পাওয়া অমিত মাসুরকারের এই সিনেমাতে বিদ্যা বালানের চরিত্রের নাম 'বিদ্যা ভিনসেন্ট।' ডিভিশনাল ফরেস্ট অফিসার এই বিদ্যা, পাণ্ডববর্জিত এক অরণ্যের দায়িত্ব পেয়েছেন। সেখানে গিয়ে শুরু করেছেন প্রশাসনের সাথে লড়াই। পাশাপাশি গ্রামবাসী আর পরিবারের সাথেও নানা বিষয়ে লড়াই রেখেছেন জারি। নানামুখী ঘটনা-পরম্পরার ঘাত-প্রতিঘাতে পর্যুদস্ত এ বিশেষ চরিত্রটির দুর্দান্ত পোর্ট্রেয়াল বেশ দারুণভাবেই পর্দায় তুলে এনেছিলেন বিদ্যা বালান। তাই দর্শকের হৃদয়ে বেশ গভীর এক আঁচড় বসিয়ে ক্ষান্ত হয় পর্দার এই 'বিদ্যা ভিনসেন্ট'ও।
এমন না যে বিদ্যা বালান শুধু 'বিদ্যা' চরিত্রে অভিনয় করেই জনপ্রিয় হয়েছেন৷ অজস্র সুপারহিট সিনেমা আছে তাঁর। উদাহরণের জন্যে বেশি দূরেও যেতে হবে না, বিদ্যা বালানের সাম্প্রতিক শর্টফিল্ম 'নটখট' হিট হয়েছে, বেশ সুনামও কুড়োচ্ছে। যেখানে তিনি 'বিদ্যা' চরিত্রে হাজির হননি পর্দায়। দিনশেষে পর্দার 'বিদ্যা' চরিত্রের এই অমোঘ সাফল্য, তাই কাকতাল ছাড়া আর কিছুই নয়। তবু এটাও ঠিক, পরবর্তী যে নির্মাণে আবার বিদ্যা বালান, 'বিদ্যা' চরিত্রে অভিনয় করবেন, দর্শক অবধারিতভাবে নড়েচড়ে বসবে। পর্দার এই বিশেষ নামে যে চমৎকারিত্ব তৈরী হয়েছে, সেটার সর্বগ্রাসী প্রভাবেই হয়তো অজস্র আতশ কাঁচের নিচে চলে আসবে চরিত্রটি।
দেখা যাক, আবার কবে পর্দায় নিজের নামকে নিয়ে এভাবে আবির্ভূত হন বিদ্যা বালান। এখন সেজন্যেই অপেক্ষা...
ছবি ও তথ্য কৃতজ্ঞতাঃ ফিল্ম কম্পানিয়ন