উত্তম কুমারের বায়োপিক: মহানায়কের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
আসছে মহানায়ক উত্তম কুমারের বায়োপিক 'অচেনা উত্তম', নির্মাতা অতনু বোস। উত্তমের ভুমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়কে, সুচিত্রা সেন হবেন...
আসছে মহানায়ক উত্তম কুমারের বায়োপিক, নির্মাতা অতনু বোস। বায়োপিকের শিরোনাম ‘অচেনা উত্তম’। উত্তমের ভুমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় , সুচিত্রা হবেন ঋতুপর্ণা সেনগুপ্ত , গৌরীদেবীর চরিত্রে শ্রাবন্তী আর দিতিপ্রিয়া হবেন সাবিত্রী। এছাড়াও অভিনয় করছেন ছোট-বড় ৭০ জন শিল্পী। বাংলা চলচ্চিত্রের আইকনিক এই নায়কের বৈচিত্র্যময় জীবনের চেনা-অচেনা ঘটনার কোলাজ নি:সন্দেহে সিনেমাপ্রেমিদের জন্য মহামারি-পরবর্তী বাস্তবায় এক সিনেমাটিক উপহার। সম্প্রতি এক অনুষ্ঠানে অতনু বোস এই বায়োপিকের নির্মাণ নিশ্চিত করেন।
পঞ্চাশ থেকে আশির দশক- সিনেমার জগতে দোর্দন্ড প্রতাপে বিরাজ করেছিলেন উত্তম কুমার। ‘নায়ক’, ‘বিচারক’, চৌরঙ্গী, হারানো সুর, সপ্তপদী, চিড়িয়াখানা- বাংলা সিনেমার ইতিহাসে তুরীয় সব চলচ্চিত্রের অদ্বিতীয় এক ব্যাক্তিত্ব উত্তম কুমার। আজও একনামে এপার-ওপার সবখানে মহানায়ক হিসেবে তিনি বিদ্যমান।
উত্তমকুমারকে নিয়ে সাধারণের কৌতূহলের শেষ নেই -দেশে এবং দেশের বাইরে সবখানে।বাস্তব জীবনে তিনি কেমন ছিলেন? তার দুর্দান্ত অভিনয়শৈলি আর ঘটনাবহুল জীবন সম্পর্কে এই জিজ্ঞাসা যুগ থেকে যুগে, যতদিন তার সিনেমা বেচে থাকব্ মানুষ করতে বাধ্য হবে। সেই কৌতূহল অনেকটাই মিটবে ‘অচেনা উত্তম’ বায়োপিকে বলে জানিয়েছেন নির্মাতা অতনু বোস।
ইতিমধ্যেই শ্যুটিং স্পট হিসেবে রেকি হয়েছে। শ্যুটিং হতে পারে দার্জিলিং অথবা টংলিং। মহানায়কের ব্যবহার করা জিনিস হবে সিনেমার প্রপস। উত্তমকুমারের ছেলেবেলা, বেড়ে ওঠা, অরুণ থেকে 'উত্তম'-এ উত্তরণ, মহানায়কের একাধিক সম্পর্ক, সবটাই থাকবে বায়োপিকে। এই ছবি প্রযোজনা করছে অলকানন্দা আর্টস প্রাইভেট লিমিটেড। মার্চ মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে।