পরিবারের আপত্তি, আদালতের হস্তক্ষেপে বন্ধ হলো সুশান্তের বায়োপিক নির্মাণ
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

সুশান্তের বায়োপিক ‘ন্যায়: দ্য জাস্টিস’ এর চলচ্চিত্রের টিজার দেখে ভক্ত-পরিবার সবাই ক্ষুব্ধ। প্রয়াত অভিনেতার বাবা কেকে সিংহের অনুরোধে দিল্লির উচ্চ আদালত নির্মাতাদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছে যেন অবিলম্বে সিনেমার কাজ বন্ধ করা হয়...
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরপরই তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অনুমতি ছাড়া সুশান্তের বায়োপিক নির্মাণ করা যাবে না। সম্প্রতি সুশান্তের বায়োপিক ‘ন্যায়: দ্য জাস্টিস’ এর চলচ্চিত্রের টিজার দেখে ভক্ত-পরিবার সবাই ক্ষুব্ধ। প্রয়াত অভিনেতার বাবা কেকে সিংহের নিষেধাজ্ঞার দাবিতে দিল্লির উচ্চ আদালত নির্মাতাদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছে যেন অবিলম্বে সিনেমার কাজ বন্ধ করা হয়- এমনটাই জানা গিয়েছে।
‘ন্যায়: দ্য জাস্টিস’ সিনেমায় উঠে আসবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর করুণ ইতিহাস। সুশান্তের বোন প্রিয়াঙ্কা সিং এই সিনেমার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন অনেক আগেই। টুইটারে ছবির নির্মাতাদের আদালতে টেনে নিয়ে যাওয়ার হুমকিও দিইয়েছিলেন তিনি। তার বক্তব্য ছিলো, সুশান্তের মৃত্যু পরিবারের কাছে এক অপূরণীয় ক্ষতি অথচ তাঁকে নিছক অর্থ উপার্জনের স্বার্থে ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে বায়োপিক। সেই ধারাবাহিকতায়, সুশান্ত সিং-এর বাবা কেকে সিং সুশান্তের বায়োপিকে নিষেধাজ্ঞা জারি করার আবেদনের প্রেক্ষিতে নির্মাতাদের নোটিস পাঠিয়েছেন দিল্লি উচ্চ আদালতের বিচারপতি মনোজ কুমার ওহরি।

ঐ নোটিশে যা বলা হয় সেটির সারমর্ম হচ্ছে, অভিনেতার ব্যক্তিগত জীবনের কোনও তথ্য প্রকাশ করা যাবে না। এতে অভিনেতা ও তাঁর পরিবারের গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকার লঙ্ঘন করা হবে। সুশান্তের উত্তরসুরীদের অনুমতি ছাড়া কোনও চলচ্চিত্র বা লেখা প্রকাশ করা যাবে না। এ ব্যাপারে কেকে সিংহের আইনজীবী অক্ষয় দেব জানান, ‘‘বিচারাধীন তদন্তকে যাতে প্রভাবিত না করতে পারে, তাই কোনও প্রকার চলচ্চিত্র বা বই প্রকাশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে চায় সুশান্তের পরিবার।” উল্লেখ্য, সুশান্তের মৃত্যু-তদন্ত এখনও বিচারাধীন।
২০২০ সালের ১৪ জুন সুশান্তের বান্দ্রার আবাসনে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ট্রাজিক এই ঘটনায় পুরো পৃথিবী থমকে যায়- সোসাল মিডিয়া অস্থির হয়ে ওঠে সুশান্ত সিন-এর অকালমৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য। সম্পুর্ণ নিজের যোগ্যতায় জিরো থেকে হিরোতে পরিণত হওয়া সুশান্ত সিং এর আত্মহত্যা জের ধরে পুরো বলিউডে একের পর এক অজানা কাহিনী বেরিয়ে আসতে থাকে।