তৌকীরের সিনেমায় গল্পের বুনোটে গানগুলো যোগ করে বাড়তি মাত্রা, তৈরি করে আলাদা আকর্ষণ। 'তোমার নামে' গানটিতেও ব্যতিক্রম হবার কথা নয়, এর ভিজ্যুয়ালে দেখা মিলবে পরিমনি ও শ্যামল মাওলার...

শিক্ষিত শ্রেণীর দর্শকের কাছে নির্মাতা হিসেবে তৌকীর আহমেদের দারুণ গ্রহণযোগ্যতা। চরিত্র বা তারকা নয়, তার সিনেমার বিষয়বস্তু হয় ছাপোষা গল্প, যে গল্পগুলোকে আমরা আমাদের চারপাশে লালিত পালিত হতে দেখি, যে ঘটনাগুলো অহর্নিশ আমাদের জীবনে ঘটে চলেছে, সেগুলোকেই ভিন্ন আঙ্গিকে সেলুলয়েডে উপস্থাপন করেন এই গুণী নির্মাতা। 

গল্প মুখ্য বিষয় হলেও, তার সিনেমার গানগুলো নিয়েও দর্শক-শ্রোতাদের দারুণ আগ্রহ থাকে। সেটা দারুচিনি দ্বীপ সিনেমার 'দূর দ্বীপবাসীনি' হোক, 'মন চায়' বা 'আমার মন কেমন করে' হোক, হালদার 'নোনা জল' হোক, অথবা হোক ফাগুন হাওয়ায় সিনেমার 'তোমাকে চাই'- তৌকীরের সিনেমায় গল্পের বুনোটে গানগুলো যোগ করে বাড়তি মাত্রা, তৈরি করে আলাদা আকর্ষণ। 

তৌকীর আহমেদ পরিচালিত সপ্তম সিনেমার নাম 'স্ফুলিঙ্গ'। আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে মুক্তি পাবে সিনেমাটি। এতে অভিনয় করেছেন পরিমনি, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, রওনক হাসান সহ আরও অনেক অভিনেতা-অভিনেত্রী। এই সিনেমার রোমান্টিক মেলোডি 'তোমার নামে' ইউটিউবে মুক্তি দেয়া হবে আগামী ১৪ই ফেব্রুয়ারী, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে। ফেসবুকে সিনেমার অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে এই তথ্য।

স্ফুলিঙ্গের পোস্টার

'তোমার নামে' গানের ভিজ্যুয়ালে দেখা মিলবে পরিমনি ও শ্যামল মাওলার। গানটি গেয়েছেন মুত্তাকী হাসিব, সুকণ্যা মজুমদার ঘোষ, বাসমা কাজী, রোকন ইমন এবং পিন্টু ঘোষ। এই গানের কথা, সুর ও সঙ্গীতও করেছেন পিন্টু ঘোষ। এর আগে তিনি তৌকীর আহমেদের ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’ ছবির সংগীত পরিচালনা করেছিলেন।

একটি ব্যান্ড দলকে নিয়ে এগিয়েছে সিনেমার গল্প, মূলত বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে এ সিনেমাতে, ব্যান্ড সংগীতের মধ্য দিয়ে সম্পর্কের, সৃষ্টির ও বিপ্লবের নানা রূপ ফুটে উঠবে এতে। পাশাপাশি দায়িত্ববোধের স্পৃহাও তুলে ধরা হবে- এমনটিই জানিয়েছেন নির্মাতা।

যেহেতু ছবির বিষয়বস্তুই গানের দলকে নিয়ে, এই সিনেমায় গান যে আলাদাভাবে গুরুত্ব পাবে, সেটি সহজেই অনুমেয়। সিনেমার ফার্স্ট লুক এবং পোস্টারেও ব্যান্ডদলকে গুরুত্ব দেয়া হয়েছে, পঞ্চাশ বছর আগে ও পরের দুটো পৃথক সময়ের গল্প বলবে স্ফুলিঙ্গ, পোস্টারে সেটির ছাপ পড়েছে প্রবলভাবে। এক প্রজন্মের হাতে অস্ত্র, অন্য প্রজন্মের হাতে গিটার। নতুন প্রজন্মের হাতের গিটারই হয়তো বন্দুকের মতো গর্জে উঠবে স্ফুলিঙ্গ'র গল্পে। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা