চৌদ্দ বছর ধরে মঞ্চে অভিনয় করেছেন, নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন তিনি। কিন্তু গ্ল্যামার আর ভিউ'র ভিড়ে আড়ালে পড়ে গেছেন। নজর কেড়েছেন একটা ওয়েব সিরিজ দিয়ে, 'তাকদীর' রিলিজের পর দুই বাংলাতেই সমান আলোচনার জন্ম দিয়েছেন 'ভাইছা' সোহেল মণ্ডল...

মঞ্চ, টেলিভিশন এবং সিনেমা এই তিন মাধ্যমে সবমিলিয়ে ১৪ বছর ধরে কাজ করলেও সাফল্য বা অভিনয়ের জন্য পরিচিতি তার জীবনে ধরা দিয়েছে বছর খানেক হলো। দাঁতে দাঁত চেপে প্রায় ১৪ বছর ধরে নিজের প্রতিভা এবং দক্ষতা তুলে ধরার যে সুযোগটা তিনি চাচ্ছিলেন সেটির দেখা পান গত বছর। আর একটি কাজ দিয়েই তিনি এখন এই প্রজন্মের অন্যতম আলোচিত এবং প্রশংসিত অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন। একটি ওয়েব সিরিজে তার অভিনয় প্রতিভা মন জয় করেছে দুই বাংলার মানুষের এটাও কি ম্যাজিকের চেয়ে কোনো অংশে কম নাকি। আর এই ম্যাজিশিয়ান আর কেউ নন, তিনি সোহেল মন্ডল। যার অভিনয় দক্ষতার যাদুতে মন্ত্রমুগ্ধ আমরা সবাই। আজ এই গুনী অভিনেতার জন্মদিন। 

সোহেল মন্ডলের জীবনের গল্পটা কিন্তু সিনেমার গল্পের থেকে কম রোমাঞ্চকর না। সোহেল নিজেই জানিয়েছিলেন, পরিবারের সবাইকে নিয়ে একসময় ঢাকায় থাকা হলেও একটা সময় অর্থনৈতিক সমস্যার কারণে গ্রামে চলে যেতে হয় তাকে।  উচ্চমাধ্যমিক শেষ করে আবার ঢাকায় ফেরা। ভর্তি হলেন সরকারি বাংলা কলেজে। 

একাডেমিক পড়াশোনায় তেমন আগ্রহ না থাকলেও প্রচুর বই পড়ার একটা অভ্যাস ছিলো বরাবরই। শখ থেকেই সেসময় নাটক দেখতে যেতেন। নাটক দেখতে গিয়েই একদিন জানতে পারলেন, নাগরিক নাট্যাঙ্গন অভিনয় শেখাবে। কিছু না বুঝেই অনেকটা ঝোকের বশেই ভর্তি হয়ে গেলেন সেই কোর্সে। এরপর ২০০৯ সালে প্রাচ্যনাটের সঙ্গে যুক্ত হলেন। সোহেল মন্ডল একটা সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার অভিনয়ের হাতেখড়ি মূলত আজাদ আবুল কালামের মঞ্চ নাটক নির্দেশনা দেখে দেখেই। 

সোহেল মণ্ডল

মঞ্চে কাজ করতে গিয়ে একটা সার্কেল তৈরি হয়েছিলো সোহেলের। সেইখানের একজন তাকে জানায় যে ‘আন্ডার কনস্ট্রাকশন’ সিনেমার জন্য অডিশন চলছে। ব্যক্তিজীবনে প্রচন্ড অন্তর্মুখী মানুষটি হুট করেই সিদ্ধান্ত নেনে অডিশন দেবার। এবং অডিশন দেবার পর নির্বাচিত হয়ে গেলেন। এরপর একে একে করেছেন ‘মুসাফির’, ‘আয়নাবাজি’, ‘রংঢং’, ‘মায়ার জঞ্জাল’, ‘হাওয়া’। শেষের দুটি সিনেমা এখনো রিলিজ পায়নি। 

তবে অভিনেতা সোহেল মন্ডলকে সবাই চিনেছে ‘তাকদীর’ দিয়েই। আন্ডার কনস্ট্রাকশন, মুসাফির, আয়নাবাজিতে অভিনয় করে  সোহেল মণ্ডল যা অর্জন করতে পারেননি, সেসব তিনি অর্জন করেছেন কেবল এক ভাইসা সম্বোধনে। চরম বিপদের মধ্যেও কথায় কথায় গালাগালি করা সোহেল মণ্ডল মুহুর্তের জন্যও নিজে যেমন সরতে পারেনি মন্টু চরিত্র থেকে তেমনি দর্শকদেরকেও চোখ সরাতে দেননি। বিপদে ভাইসা কে একা ফেলে না রেখে বরং সেই বিপদ কাঁধে তুলে নেয়া আর কঠিন সমাধানের রাস্তা বের করা এমন ব্যতিক্রমী এবং শক্তিশালী চরিত্র যেমন ফুটিয়ে তুলেছেন সুনিপুণ ভাবে তেমনি একই সাথে এই ছেলেই আবার যখন বিয়ের কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় তখন তার অভিনয় দক্ষতায় মুগ্ধ হতেই হয় আমাদের। 

অভিনয়ের পাশাপাশি এডিটর হিসেবে কাজ করছেন সোহেল একটা লম্বা সময় ধরেই। অমিতাভ রেজার ‘ঢাকা মেট্রো’ সিরিজের সম্পাদনা এবং কালার গ্রেডিং করেছেন তিনি। ‘ইতি তোমারই ঢাকা’ ছবির নুহাশ হুমায়ূনের অংশটা তারই এডিট করা। আবরার আতাহারের ‘কলি-২’ তেও এডিটর হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়াও অসংখ্য বিজ্ঞাপন, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের এডিটিং করেছেন তিনি। 

‘তাকদীর’ এর পরে অভিনেতা হিসেবে ব্যস্ততা বেড়ে যাওয়া এই মানুষটি এখনো কাজ করছেন বেছে বেছে। গত ঈদে ‘আলীবাবা ও চালিচোর’ ফিকশনে ভিন্নধর্মী এক চরিত্রে তার লুক এবং অভিনয় প্রশংসিত হয়। ‘টিক টক’এ তেও তিনি নিজের ছাপ রেখেছেন। 

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র সাড়া ফেলা সিরিজ ‘ঊনলৌকিক’ এর ‘ডোন্ট রাইট মি’ তে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সবার। রবিউল আলম রবি'র পরিচালনায় এই গল্পে দেশবরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূরের সাথে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সেলুলয়েডে তিনি আসাদুজ্জামান নূরের মতো শক্তিশালী অভিনেতার সাথে পাল্লা দিয়েই অভিনয় করেছেন। এছাড়া এই কোরবানির ঈদে ‘কাউয়া’ নামক একটি ফিকশনেও নিজের অভিনয় দ্যুতি ছড়িয়েছেন তিনি। দেশভাগের আগে দুর্ভিক্ষের সময়কালের গল্পে সোহেল মন্ডল আলাদা এক মাত্রা যোগ করেছেন তার নান্দনিক অভিনয় দিয়ে৷ 

নজর কেড়েছিলেন 'তাকদীর' দিয়ে

সামনে মুক্তির অপেক্ষায় ওপার বাংলার ‘মায়ার জঞ্জাল’ এবং মেজবাউর রহমান সুমনের বহুল প্রতীক্ষিত ‘হাওয়া’। আরো একবার ‘তাকদীর’ এর ভাইসা মানে গুনী অভিনেতা চঞ্চল চৌধুরীর সাথে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন তিনি। এছাড়াও 'উসমান' নামে মে‌হেদী হাসান টিংকুর পরিচালনায় একট‌ি ওয়েব সি‌রি‌জের শ্যুটিং শুরু করতে যাচ্ছেন তিনি শিগগিরই। 

দে‌শের ও দে‌শের বাই‌রের দু‌টো ও‌টি‌টি জন্য ক‌য়েক‌টি ও‌য়েব সি‌রিজ ও ও‌য়েব ফিল্ম করার মৌ‌খিক কথা হ‌য়ে রয়েছে বলে জানিয়েছেন সময়ের এই গুনী অভিনেতা। অফিশিয়াল ঘোষনা না আসার কারনে সেসব নিয়ে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে সেখানেও সোহেল মন্ডল যে ঝড় তুলবেন, তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে সবকিছু ঠিক থাকলে ‘সিক্স’ না‌মে একটা ও‌য়েব সি‌রিজ প্রচার হবে কিছুদিনের মধ্যেই। সবমিলিয়ে বলা যায় তার ধৈর্য্য, ত্যাগ এবং পরিশ্রমের পুরস্কার হিসেবে ক্যারিয়ারে সুন্দর একটি সময় পার করছেন তিনি। 

ব্যক্তিজীবনে অত্যন্ত বিনয়ী এবং ভালো মানুষ বলে পরিচিত এই মানুষটি একটি জনপ্রিয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন- ’আমি নিজের কাজ নিয়ে অত্যন্ত যত্নশীল। আমার দ্রুত কিছু করে ফেলার বা কিছু হয়ে যাওয়ার কোনো তাড়া নেই। আমি আস্তে ধীরে সুন্দর করে নিজের কাজটা করে যেতে চাই। একটা একটা করে সিঁড়ি বেয়ে উঠতে চাই। এবং এই সময়ে এসে আমার সমস্ত মনোযোগ অভিনয় নিয়েই। কারন ব্যতিক্রমী গল্পে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে প্রমান করার কোনো সুযোগই মিস করতে চাইনা আমি। তাই ভবিষ্যৎ প্ল্যান বা চিন্তা সব কিছু অভিনয়কে নিয়েই।' 

সাধারণ দর্শক হিসেবে আমরাও কিন্তু তাই চাই। এই প্রজন্মের সম্ভাবনাময় অভিনেতা হিসেবে সোহেল মন্ডল যে এগিয়ে যাবেন অনেক দূর- এই কামনা রইলো।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা