'গালি বয়' এর এমসি শের, 'ইনসাইড এজ' এর রুকি কিংবা 'গেহরাইয়ান' এর প্রোটাগনিস্ট- সিদ্ধান্ত চতুর্বেদী এই স্বল্পসময়ের ক্যারিয়ারেই যেভাবে ছুটছেন, তাতে তাকে নিয়ে আশাবাদী হওয়াটাই তো প্রাসঙ্গিক!

এই তরুণকে প্রথম দেখি 'গালি বয়' সিনেমায়। 'গালি বয়' এর মূখ্য চরিত্রে যদিও ছিলেন রনবীর সিং, তবুও আলাদা করে এই অভিনেতার অভিনয়ও নজর কাড়ে। সিনেমার বেশ গুরুত্বপূর্ণ এক চরিত্র 'এমসি শের' এর ভূমিকায় তার অভিনয়ও হয় বেশ দুর্দান্ত। এরপর মাঝে দেখিনি বহুদিন। হুট করে একদিন অ্যামাজন প্রাইমের বেশ জনপ্রিয় ওয়েব সিরিজ 'ইনসাইড এজ' দেখতে গিয়ে আবার চোখ পড়ে 'গালি বয়' এর সেই অভিনেতার উপর। রুকি ফাস্ট বোলার 'প্রশান্ত' চরিত্রে তার চরিত্রায়নও হয় মনে রাখার মতনই, খোলতাই। তখন থেকেই মস্তিষ্কে স্থায়ীভাবে আঁচড় কেটে যায় এই তরুণ। যার নাম- সিদ্ধান্ত চতুর্বেদী। 'গেহরাইয়ান' সিনেমার সুবাদে যে তরুণ এখন খোদ বলিউডেরই 'টক অব দ্য টাউন।' 

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বাবা ও গৃহিনী মায়ের সন্তান সিদ্ধান্ত প্রথমে চেয়েছিলেন- বাবার মতই দক্ষ এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবেন৷ সে উদ্দেশ্যেই চলছিলো পড়াশোনা। কিন্তু বিধাতা অলক্ষ্যে থেকে যে খেলছিলেন অন্য খেলা, তা আর বোঝা হয়নি কারো। সেই রহস্যময় বিধাতার চিত্রনাট্য মেনেই হিসেব-নিকেশের বেড়াজাল ছেদ করে সিদ্ধান্ত আচমকাই একদিন পা বাড়ালেন অভিনয়ের রঙচঙে জগতে। 

গালি বয়ের এমসি শের

ওয়েব টেলিভিশন সিটকম 'লাইফ সাহি হ্যায়' এ অভিনয় করলেন। এই সিটকমের পরের বছরেই যুক্ত হলেন ওয়েব সিরিজ 'ইনসাইড এজ' এর সাথে। এরপর 'গালি বয়' এর সেই স্ট্রিট র‍্যাপার। সেখানে দুর্দান্ত অভিনয়ের সুবাদে পেয়ে গেলেন 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর' এর খেতাবও। এরপর অভিনয় জনপ্রিয় 'বান্টি অর বাবলি' এর সিক্যুয়েল 'বান্টি অর বাবলি- টু'তে। ডাক পেলেন শকুন বাত্রার 'গেহরাইয়ান' এও। প্রথমবার প্রোটাগনিস্ট রোলে, তাও দীপিকা পাড়ুকোনের বিপরীতে, বৃহস্পতি তুঙ্গেই এলো যেন! এবং 'গেহরাইয়ান' এর ট্রেলার এবং গান থেকে খানিকটা বোঝাও গেলো, এই নির্মানে তার অভিনয়েও থাকবে বিস্ময়, চমক। 

'গেহরাইয়ান' এ আছেন দীপিকার বিপরীতে! 

বলিউডে খুব যে বেশিদিন আছেন সিদ্ধান্ত, এমনটা না মোটেও। তবে ওয়েব সিরিজ, সিনেমায় টুকটাক রোল দিয়ে এরইমধ্যে যে সুনাম তিনি তৈরী করেছেন, প্রত্যাশা থাকবে- 'গেহরাইয়ান' সে সুনামকে বাড়িয়ে দেবে বহুগুণ। যেহেতু 'গেহরাইয়ান' এ প্রথমবারের মতন পাদপ্রদীপের পুরো আলোই তার উপর, দীপিকারও অনেকদিন পরে ফেরা... সবমিলিয়ে সিদ্ধান্ত যদি এই নির্মাণে মনে রাখার মতন অভিনয় করেন, তাহলে ক্যারিয়ারের 'ব্রেক থ্রু' মোমেন্ট যে এই নির্মাণের সূত্রেই পাবেন, তাও একপ্রকার ধ্রুবক। বাদবাদি সবকিছু ঠিকঠাক হবে কী হবে না, তা সময়ের হাতে ন্যস্ত। আপাতত 'গেহরাইয়ান' এর জন্যে অপেক্ষা। প্রত্যাশা ও প্রাপ্তি এক বিন্দুতে মেলে কী না, তা দেখার অপেক্ষা। শুভকামনা। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা