যেখানে শাশ্বত সম্পূর্ণ নিজের অভিনয় দক্ষতায় জীবন্ত করলেন 'বব বিশ্বাস' চরিত্রকে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার কেন তিনি ব্রাত্য বলিউডি এই নির্মাণে? সে কী ভাষাজনিত কারণে? নাকি নেপোটিজমের কারণে? নাকি জনপ্রিয়তার নিক্তিতে অভিষেক বচ্চনের থেকে পিছিয়ে থাকার কারণে? নানামুখী প্রশ্নই উঠছে আশেপাশে...

সিনেমায় অল্পসময়ের জন্যে এসেও যেসব চরিত্র আলাদাভাবে দাগ কেটেছে দর্শক-হৃদয়ে, সেসব চরিত্র কেন যেন কখনোই ম্লান হয় না। এরকম চরিত্রের উদাহরণ দিতে গেলে জিভের ডগায় প্রথমেই চলে আসে 'কাহানি'র বব বিশ্বাসের নাম। যতটুকু সময়ের জন্যে  পর্দায় ছিলেন 'বব বিশ্বাস'রূপী শাশ্বত চট্টোপাধ্যায়, সেটুকু সময়ে এরকম অতিমানবীয় এক অভিনয়শৈলী তিনি দেখাবেন, তা কী তিনি নিজেও ভেবেছিলেন? যারা সিনেমাপ্রেমী তাদের কাছে 'এক মিনিট...আমি বব বিশ্বাস' লাইনটি যেন হয়ে গিয়েছিলো বাঁধাই করে রাখার মতই এক লাইন। পাশাপাশি'বব বিশ্বাস'ও হয়ে গিয়েছিলো অমর এক চরিত্র।

একটা পার্শ্বচরিত্রের জোর অবিস্মরণীয় পর্যায়ের না হলে শুধুমাত্র সে চরিত্রকে উপজীব্য করে পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানোর ঝুঁকি কেউই নেয় না৷ 'বব বিশ্বাস' নামের সিনেমা মুক্তি পাওয়ার সংবাদ তাই এই মতকেই জোরালো করে, 'কাহানি'তে কতটা দুর্দান্ত ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়! কিন্তু আক্ষেপ এখানেই, যে শাশ্বত চট্টোপাধ্যায় 'বব বিশ্বাস' চরিত্রকে করেছিলেন বিলকুল জনপ্রিয়, সেই শাশ্বতই ব্রাত্য এবারের নির্মাণ থেকে। আমরা জানি বব বিশ্বাস গড়পড়তা বাঙ্গালি, বাংলাভাষী এক মানুষ। সেই চরিত্রে কেন হিন্দিভাষী একজন অভিনেতাকে নিতে হবে, সে প্রশ্নের উত্তরও কেন যেন মেলেনা।

আদি ও অকৃত্রিম বব বিশ্বাস; শাশ্বত চট্টোপাধ্যায়! 

সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ 'বব বিশ্বাস' নামের যে চলচ্চিত্র নির্মাণ করেছেন, সে চলচ্চিত্রে 'বব বিশ্বাস'রূপী অভিষেক বচ্চন যে খারাপ অভিনয় করবেন, তা মোটেও বলছি না। কিন্তু ট্রেলারে বলা তার বাংলাটা ঠিক যেন বাংলা না। অভিনয় খোলতাই হলেও সে অভিনয় কী শাশ্বতের অভিনয়ের মতন এতটা জীবন্ত হবে কী না, সে প্রশ্ন থেকেই যায়৷ যেখানে শাশ্বত এখনও পুরোদমে অভিনয় করে যাচ্ছেন বাংলা নির্মাণে, সেখানে কেন তিনি ব্রাত্য বলিউডি এই নির্মাণে? সে কী ভাষাজনিত কারণে? নাকি নেপোটিজমের কারণে? নাকি জনপ্রিয়তার নিক্তিতে অভিষেক বচ্চনের থেকে পিছিয়ে থাকার কারণে? নানামুখী প্রশ্নই উঠছে আশেপাশে। 

যদিও ট্রেলার দেখেই অভিষেকের অভিনয়ের সমালোচনা করা খানিকটা 'মলাট দেখেই বই মূল্যায়ন' করার মতন বিষয়। কিন্তু তবুও নেটদুনিয়ায় বইছে আলোচনার ঝড়। মানুষজন বেশ তীব্রভাবেই কটাক্ষ করছে শাশ্বত-চ্যুতির এ বিষয়টিকে। অনেকে এও বলছেন- যে শাশ্বত চট্টোপাধ্যায়ের বদৌলতে 'বব বিশ্বাস' পেলো অমরত্বের স্বাদ, সে শাশ্বত চট্টোপাধ্যায়কে এভাবে উপেক্ষা করা নিদারুণ অন্যায় ছাড়া আর কিছুই না। 

'বব বিশ্বাস'রূপী অভিষেক বচ্চন! 

'বব বিশ্বাস' চরিত্রে অভিষেক বচ্চন দুর্দান্ত অভিনয় করলেও শাশ্বত চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিজনিত এই আক্ষেপে তিনি যে হবেন প্রবল সমালোচিত, তাতে সন্দেহ নেই মোটেও। বিতর্ক যেহেতু শুরু হয়েই গিয়েছে, সে বিতর্ক শেষপর্যন্ত কতদূর গিয়ে গড়াবে, লক্ষ্য থাকবে সেদিকেও। পাশাপাশি এতসব বৈপরীত্য সামলে অভিষেক বচ্চন কতটা দুর্দান্ত অভিনয় করবেন পর্দায়, সেটির দিকেও চাতক-দৃষ্টি থাকবে আপামর দর্শকের।

 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা