পরিবার তাকে খুঁজে চলেছে পাগলের মতো। শুটিং করে ফেরার পথে শামীম নিখোঁজ হয়েছেন, তিনদিনের বেশি সময় পার হয়ে গেলেও কোন সন্ধান মেলেনি তার!

১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক দিয়ে টিভি পর্দায় পা রেখেছিলেন শামীম আহমেদ, জীবিকার প্রয়োজনে একসময় রিক্সা চালিয়েছেন, যখন হাতে কাজ ছিল না, অসৎ সঙ্গে পড়ে পকেটমার হয়েছেন, স্ট্রাগল শব্দটা তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল সবসময়। নাটক এবং সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া সেই শামীম আহমেদ গত তিনদিন ধরে নিখোঁজ, তার পরিবার তাকে খুঁজে চলেছে পাগলের মতো। শুটিং করে ফেরার পথে তিনি নিখোঁজ হয়েছেন, তিনদিনের বেশি সময় পার হয়ে গেলেও কোন সন্ধান মেলেনি তার! 

শামীমের নিখোঁজ হবার ব্যাপারে তার স্ত্রী আশামনি জানালেন- ‘১৬ মার্চ গাজীপুরের একটি শুটিং স্পট থেকে সিলেটে গিয়েছেন শামীম। সেখানে শুটিং ইউনিটের সঙ্গে স্থানীয়দের ঝামেলা হয়েছিল। তারা শুটিং করতে পারেননি। এমনকি তার ফোনও রেখে দেওয়া হয়। 

এরপর বাইরের মোবাইল থেকে শামীম কল করে আমাকে ঘটনা জানায়। বলে, সেখানকার থানায় অভিযোগ করেছেন তিনি। ফোন উদ্ধারের জন্য অপেক্ষা করছেন। এটা ১৯ তারিখের ঘটনা। এর পরদিন রাতে হেনা পরিবহনে রওনা দেন শামীম। এক বাসযাত্রীর কাছ থেকে ফোন নিয়ে সর্বশেষ আমার সঙ্গে কথা বলেন। এরপর তিনি বাসাতেও ফেরেননি।’

পরবর্তী সময়ে বাসযাত্রীকে আশামনি ফোন দিলে তিনি বলেন, ‘শামীম ভাই আমার পাশের সিটেই বসেছিলেন। আমি টঙ্গীতে নেমে গেছি। উনি বাসেই ছিলেন।’

অভিনেতা শামীম আহমেদ

পুলিশের সাহায্য চেয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে আশামনি বললেন- ‘আমরা মালিবাগে থাকি। সেখানকার থানাতেও গিয়েছি। তারা বলেছেন, যেহেতু শামীম সর্বশেষ সিলেটে ছিলেন, সেখানকার থানায় ডায়েরি করতে হবে। এছাড়াও আত্মীয়-স্বজন এবং তার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি উনি। কাদের সঙ্গে শুটিং করেছিলেন সেই তথ্য আমাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে আমরা পুরো পরিবার অসহায় হয়ে পড়েছি। কেউ ওনার কোনও ক্ষতি করলো কিনা সে চিন্তা মাথায় কাজ করছে।’

বন্ধন নাটকে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করছিলেন, আফসানা মিমি তাকে বানিয়ে দিয়েছিলেন অভিনেতা। এরপর গত দুই দশকে এক হাজারেরও বেশি নাটকে কাজ করেছেন শামীম আহমেদ। বেশ কিছু বিজ্ঞাপনে তাকে দেখা গেছে, সেগুলো জনপ্রিয়ও হয়েছে। প্রায় ২৬টা চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার প্রথম সিনেমা ছিল ‘জীবন মরণের সাথী’। শাকিব খানের বন্ধু চরিত্রে কাজ করেছিলেন। এরপর একে একে শাকিবের সঙ্গে আরও অনেক ছবিতে কাজ করেছেন। সিনেমাতে অনেক প্রস্তাব থাকার পরও নিয়মিত হননি শামীম।

অভিনেতা শামীম আহমেদ যেখানেই থাকুন, আমরা বিশ্বাস করতে চাই তিনি সুস্থ আছেন, নিরাপদে আছেন। সুস্থ শরীর নিয়ে তিনি পরিবারের কাছে ফিরবেন, আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনী তড়িৎ উদ্যোগ নেবে তাকে খুঁজে বের করার। এক ছেলে ও দুই মেয়ে নিয়ে স্ত্রী আশামনি মালিবাগের বাসায় অপেক্ষায় আছেন স্বামীর ফিরে আসার, তার অপেক্ষার প্রহর দীর্ঘায়ত হবে না, এটাই আমাদের আশা। 


ট্যাগঃ

শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা