ক্যারিয়ারের সেরা সময় পার করছেন সঞ্জয় সমাদ্দার, নান্দনিক নির্মান, গল্প বলার ধরন এবং দেশের জনপ্রিয় তারকা শিল্পীদের নিয়ে একের পর এক চমক উপহার দিয়েই যাচ্ছেন তিনি। সাধারণ দর্শকদের কাছে তার কাজ প্রশংসা পাচ্ছে- এটাই তো একজন নির্মাতার সেরা প্রাপ্তি...

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নির্মাতা হিসেবে এই সময়ের অন্যতম আলোচিত একটি নাম সঞ্জয় সমাদ্দার। যে শহরে টাকা ওড়ে, শিকল, শিফট, কনকচাঁপা, ট্রল বা সাম্প্রতিক শোকসভা একটার পর একটা আলোচিত এবং ভিন্নধর্মী কনটেন্ট উপহার দিয়ে নিজের প্রতিভা এবং নির্মাতা হিসেবে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তিনি ইতিমধ্যে। আজ এই গুনী নির্মাতার জন্মদিন। 

সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সঞ্জয় সমাদ্দারের নির্মান বরাবরই আলোচনা এবং প্রশংসা পেয়েছে। তার প্রতিটা নির্মানই ভিন্ন ভিন্ন গল্প এবং ব্যতিক্রমী চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছে। বরাবরই সমসাময়িক নানা ইস্যু এবং বাস্তব ঘটনার আলোকে বিভিন্ন ভিন্নধর্মী গল্প মুন্সিয়ানার সাথে সেলুলয়েডে তুলে ধরেন সঞ্জয় সমাদ্দার। এমনকি তার প্রতিটি নির্মানে ক্যারেক্টরগুলোও গল্পে উপস্থিত হয় নান্দনিকভাবেই। সেই কারনে তার প্রতিটি নির্মান সবার আলোচনায় জায়গা করে নেয় খুব সহজেই। 

মোশাররফ করিম, আফরান নিশো, অপূর্ব, মেহজাবীন, তানজিন তিশা, মনোজ প্রামানিক, তাসনিয়া ফারিন, রাশেদ মামুন অপু বা গোলাম কিবরিয়া তানভীর, ইমতিয়াজ বর্ষণ  প্রত্যকেই সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় এসেছেন বিভিন্ন সময়ে সঞ্জয় সমাদ্দারের নাটক বা টেলিফিল্মে কাজ করে। 

রোমান্টিক ঘরনার গল্পে ধারাবাহিকভাবে জনপ্রিয় অভিনেতা অপূর্বর হাজির হওয়া নিয়ে অনেকেই যখন 'একঘেয়েমি'র অভিযোগ করেছেন তখন সিনেম্যাটিক অ্যাপে মুক্তি পাওয়া সঞ্জয়ের সমাদ্দারের সাড়া জাগানো ওয়েব ফিল্ম ‘ট্রল’ দিয়ে সকল সমালোচকদের জবাব দিয়েছেন অপূর্ব। একজন সাইলেন্ট কিলার হিসেবে তার অভিনয়, লুক সব কিছুই প্রশংসা পায়। অপূর্বর সাথে সাথে রাশেদ মামুন অপু এবং এই সময়ের আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিনও নজর কাড়েন। সাইবার বুলিং এর মতো সেন্সিটিভ ইস্যু নিয়ে ‘ট্রল’ প্রশংসা পেয়েছে সবার। 

আবার দেশের অন্যতম শক্তিশালী এবং নন্দিত অভিনেতা মোশাররফ করিম ‘যে শহরে টাকা ওড়ে’ নাটকের মধ্য দিয়ে অসাধারণ মুগ্ধতা ছড়িয়েছেন সঞ্জয়ের নির্দেশনায়। বাস্তব ঘটনার আলোকে দেশসেরা দুই মেধাবী ও জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো এবং মেহজাবিনের অসাধারণ অভিনয় দিয়ে সঞ্জয় সমাদ্দারের ‘শিফট’ নাটকটিকে নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়। এই নাটকের নির্মান এবং তাদের অভিনয় দেখে মুগ্ধ হননি এমন কাউকে খুঁজে পাওয়া যাবেনা। 

আবার এই মেহজাবিনকে নিয়েই আরেক দর্শকপ্রিয় নাটক ‘কনকচাঁপা’ বানিয়েও রীতিমতো সাড়া ফেলে দেন তিনি। একই কথা খাটে আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বেলায়ও। গ্ল্যামারাস রূপের চেনা ছক ভেঙে সাতটি ভিন্ন রূপে পর্দায় হাজির হয়ে ভক্তদের তিশা চমকে দেন নির্মাতা সঞ্জয় সমদ্দারের মাধ্যমেই। নারী দিবস উপলক্ষে একটি ওভিসিতে সঞ্জয় সমাদ্দার হাজির করেন এক নতুন তানজিন তিশাকে। 

ওয়েব ফিল্মের শুটিংয়ে তানজীন তিশা ও মনোজ প্রামাণিকের সঙ্গে সঞ্জয় সমাদ্দার

অন্যদিকে প্রায় ছয় বছর পর ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে টেলিভিশনে হাজির করেন সঞ্জয় সমাদ্দার তার প্রশংসিত টেলিফিল্ম ‘মরণোত্তম’ এর মাধ্যমে। একই টেলিফিল্মে সহজাত অভিনয় দিয়ে নজর কাড়েন আরেক গুনী অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। গত ঈদের ‘শোকসভা’ নাটকটিও জনপ্রিয়তা এবং প্রশংসা দুই পেয়েছে দর্শকদের কাছ থেকে। বিশেষ করে শেষের দিকে সন্তান হারানো এক মায়ের চরিত্রে মনিরা মিঠুর হৃদয় ছুয়ে যাওয়া অভিনয় দেখে কান্না থামানো সম্ভব হয়নি অনেকেরই। 

তাই একথা বলাই যায় যে, এই সময়ে আলোচিত সকল শিল্পীকে নিয়েই সমানতালে কাজ করছেন এই গুনী নির্মাতা। যে গল্পে যে চরিত্রে যাকে পারফেক্ট মনে করেন তাকেই কাস্ট করেন সঞ্জয়। একজন নির্মাতা হিসেবে এই ক্ষেত্রেও তিনি অন্যন্য এক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। 

নান্দনিক এবং আলোচিত কাজ দিয়ে টেলিভিশনে ব্যাপক জনপ্রিয়তা এবং প্রশংসা পাওয়া এই নির্মাতা কিছুদিন আগেই ঘোষনা দিয়েছেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বায়োপিক’ এর। সিয়াম আহমেদ এবং পরীমনিকে নিয়ে একটি জমজমাট থ্রিলার গল্প দিয়েই ঢাকাই চলচ্চিত্রে হাজির হবেন তিনি। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে ওটিটিতে কয়েকটি প্রজেক্ট  নিয়ে ব্যস্ত সময় পার করছেন সঞ্জয় সমাদ্দার। 

জাজ মাল্টিমিডিয়ার ‘অনুতাপ’ এর ঘোষনা তো দেয়াই ছিলো। সম্প্রতি শ্যুটিং শেষ করলেন আরেকটি ওয়েব ফিল্ম ‘লোহার তরী’র। ঢাকা থেকে বরিশাল রুটে একটি লঞ্চে এক রাতের ঘটে যাওয়া একটা ঘটনা নিয়েই নির্মিত হতে যাচ্ছে এই ওয়েবফিল্ম। সেই ঘটনা এবং তার সাথে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির জীবন ও পরবর্তী নানা রকম সিচুয়েশন নিয়েই এর গল্প। তানজিন তিশা এবং মনোজ প্রামানিককে নিয়ে পুরো শ্যুটিংই সম্পন্ন হয়েছে লঞ্চে।

এছাড়া প্রচারের অপেক্ষায় আছে আরেকটি প্রতীক্ষিত কাজ ‘অমানুষ’। মোশাররফ করিম এবং তানজিন তিশাকে নিয়ে নির্মিত এই কাজটি শিগগিরই মুক্তি পাবে বলে জানা গেছে। এই গল্পে প্রেম আছে, মায়া আছে, মনুষ্যত্ব ও পশুত্বের লড়াই আছে সবচেয়ে বড় কথা জীবনব্যাপী বয়ে বেড়ানো দুঃখ আছে। পাশাপাশি একটি সোশ্যাল ইস্যুকেও সামনে নিয়ে আসা হবে বলেই জানিয়েছেন সঞ্জয় সমাদ্দার। 

সব মিলিয়ে বলা যায় ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করা এই গুনী নির্মাতা তার নান্দনিক নির্মান, গল্প বলার ধরন এবং দেশের জনপ্রিয় তারকা শিল্পীদের নিয়ে একের পর এক চমক উপহার দিয়েই যাচ্ছেন। সাধারণ দর্শকদের কাছেও তার কাজ প্রশংসা পাচ্ছে এটাই একজন নির্মাতার সেরা প্রাপ্তি। তবে প্রাপ্তির এই জয়যাত্রা সামনের দিনগুলোতে আরো বৈচিত্র‍্যময়তা এবং নান্দনিকতা দিয়ে একটি স্বতন্ত্র এবং সফল জায়গায় প্রতিষ্ঠিত করবে এই গুনী নির্মাতাকে এটাই কামনা।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা