ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়ালের বায়োপিক ‘সাইনা’, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। পোস্টার আর টিজার প্রকাশের পর থেকেই বিতর্কের মুখে সিনেমাটি। সবাই বলছেন, ব্যাডমিন্টনের শাটলকক এইভাবে সার্ভ করা হয় না। এভাবে সার্ভ করা হয় একমাত্র টেনিস বল। কেউ কেউ বলছেন, এটা সাইনা নাকি সানিয়া মির্জার বায়োপিক?

অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতের ব্যাডমিন্টন খেলোয়ার সাইনা নেওয়ালের বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে পরিণীতি চোপড়া-এটা পুরোনো খবর। সম্প্রতি এর পোস্টার মুক্তি পাওয়ার পরপরই অন্তর্জালজুড়ে একটাই আলোচনা- এটা ব্যাডমিন্টনের সিনেমা নাকি টেনিসের? কারণটা হচ্ছে, ব্যাডমিন্টনের সার্ভ করার যে ধরন সেটির বদলে পোস্টারে দেখা গিয়েছে টেনিস বল সার্ভ করার ভঙ্গি! 

সাইনা সিনেমার পোস্টার

ভারতের ব্যাডমিন্ট তারকা সাইনা নেওয়ালের বায়োপিক ‘সাইনা’। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। সম্প্রতি মুক্তি পেয়েছে এর পোস্টার আর টিজার। প্রকাশের পর থেকেই বিতর্কের মুখে সাইনা। সবাই বলছেন যে, ব্যাডমিন্টনের শাটলকক এইভাবে সার্ভ করা হয় না। পোস্টারে দেখানো ছবি দেখে সোস্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে। সবাই বলছেন- এভাবে সার্ভ করা হয় একমাত্র টেনিস বল। স্বভাবতই তারা টেনিসের সাথে টেনে এনেছেন সানিয়া মির্জাকেও। কেউ কেউ বলছেন, এটা সাইনা নাকি সানিয়ার বায়োপিক? 

বাঁয়ে সানিয়া মির্জা, ডানে সাইনা নেওয়াল

আগামী ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় সাইনা’। নির্মাতা অমোল গুপ্ত আর, প্রযোজনা করছেন ভূষন কুমার। পরিণীতি ছাড়াও ছবিতে রয়েছেন পরেশ রাওয়াল ও মানব কৌল। পরিণীতির ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ গত সপ্তাহে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। এখন তার ধ্যান-জ্ঞান সাইনা কে ঘীরেই। এই ছবির শ্যুটিং করতে গিয়ে প্রফেশনাল ব্যাডমিন্টন শিখতে হয়েছিল পরিণীতিকে। শ্যুটিং এর সময় আঘাত পেয়ে সেটের বাইরেও ছিলেন কিছুদিন। মুক্তির অপেক্ষায় থাকা এই বায়োপিক যেন পরিণীতিকে শান্তি দিচ্ছে না। পোস্টার ঘিরে এই আলোচনায় সিনেমার প্রচার হচ্ছে ঠিক-ই কিন্ত তাতে খুশি না দু:খিত হওয়া উচিত সেটি জানা যাবে বায়োপিকের সাফল্যের উপর!
 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা