এক চলচ্চিত্র দিয়ে নিমিষেই সবার মনে জায়গা করে নেয়া ইটালিয়ান এই লেখক, পরিচালক, চিত্রনাট্যকার, কৌতুক অভিনেতা ও অভিনয়শিল্পী বেনিনিকে ৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেয়া হবে সম্মানজনক লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড গোল্ডেন লায়ন।

হলোকাস্ট নিয়ে নির্মিত ‘লাইফ ইজ বিউটিফুল’ চলচ্চিত্রে একই সাথে নির্মাতা আর প্রধান চরিত্রে অভিনয় করে কোটি প্রাণে সাড়া ফেলেছিলেন রবার্তো বেনিনি। এক চলচ্চিত্র দিয়ে নিমিষেই সবার মনে জায়গা করে নেন ইটালিয়ান এই লেখক, পরিচালক, চিত্রনাট্যকার, কৌতুক অভিনেতা ও অভিনয়শিল্পী। অস্কারজয়ী এই শিল্পীকে ৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেয়া হবে সম্মানজনক লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড গোল্ডেন লায়ন।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে পুরস্কারের জন্য বেনিনির নাম ঘোষণা করেন উৎসবের পরিচালক আলবার্তো বারবারা। আলবার্তো বারবারার মতে, ইতালিয়ান পারফর্মিং আর্টসে বেনিনি একজন গুরুত্বপূর্ণ এবং তুলনাহীন ব্যক্তিত্ব। পারফর্মিং আর্টসে ইতালির ঐতিহ্য নিয়ে তাঁর অবদান অসাধারণ মন্তব্য করে তিনি বলেন,

“ফেদেরিকো ফেলেনি, ম্যাটিও গ্যারোন ও জিম জারমাশের মতো পরিচালকদের সঙ্গে এমন কিছু অভিনেতা কাজ করেছেন, যাঁদের অভিনয় দক্ষতা ও কমিক সেন্সের অসাধারণ সমন্বয় ঘটেছিল। রবার্তো বেনিনি তাঁদের মধ্যে একজন।”

এদিকে উচ্ছ্বসিত রবার্তো বেনিনি বলেন, “কৃতজ্ঞতা ও আনন্দে ভরপুর আমার হৃদয়। এটা আমার কাছে গভীর সম্মানের যে ভেনিস চলচ্চিত্র উৎসব আমার কাজকে মূল্যায়ন করেছে এবং আমাকে এই সম্মানে ভূষিত করেছে।”

পরিচালক ও অভিনেতা- সব্যসাচী রবার্তো বেনিনি ‘লাইফ ইজ বিউটিফুল’ চলচ্চিত্রের দিয়েই ১৯৯৯ সালে সেরা অভিনেতা, সেরা আন্তর্জাতিক ছবি ও সেরা সংগীত বিভাগে অস্কার জিতেছিলেন। এই ছবি ছাড়া ‘নাইট অন আর্থ’, ‘কফি অ্যান্ড সিগারেট’ ও ‘টু রোম উইথ লাভ’ ছবি উল্লেখযোগ্য। ভেনিস চলচ্চিত্র উৎসব আগামী ১ থেকে ১১ সেপ্টেম্বর ইতালিতে আয়োজিত হবে। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা