স্বল্পদৈর্ঘ্য ফিকশন বলেই এই সিরিজের নাম ‘শর্টকাট সিরিজ’। দীপ্ত টেলিভিশনে ঈদের রাত থেকে টানা সাত রাত ১০টা ২০ মিনিটে সাতটি গল্প নিয়ে হাজির হতে যাচ্ছেন শাফায়াত মনসুর রানা...

এই সময়ে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যে কয়জন নির্মাতা তাদের ব্যতিক্রমী নির্মান, গল্প বলার মুন্সিয়ানা এবং সেটা ঠিকঠাক পর্দায় তুলে ধরার মাধ্যমে নিজেদের স্বতন্ত্র একটি জায়গা গড়ে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম আলোচিত এবং প্রশংসিত একটি নাম শাফায়াত মনসুর রানা। 

সারা বছরে উৎসব বা বিশেষ দিন মিলিয়ে তিনি কাজ করেন হাতেগোনা কয়টি। তবে তার প্রতিটি কাজই নান্দনিক এবং প্রশংসিত হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। তবে এবার আলফা আইয়ের প্রযোজনায় সাতটি ‘শর্ট ফিল্ম’ নিয়ে তিনি ফিরেছেন। মাত্র বিশ মিনিটের এক একটি গল্প নিয়ে তিনি হাজির হচ্ছেন ঈদের দীপ্ত টেলিভিশনে। 

স্বল্পদৈর্ঘ্য ফিকশন বলেই এই সিরিজের নাম ‘শর্টকাট সিরিজ’। দীপ্ত টেলিভিশনে ঈদের রাত থেকে টানা সাত রাত ১০টা ২০ মিনিটে সাতটি গল্প নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। বদলে যাওয়া বিনোদন মাধ্যমের নতুন নাম এখন ওটিটি প্ল্যাটফর্ম। শাফায়াত মনসুর রানার এই সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র টেলিভিশনের পাশাপাশি দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’ ও দেখা যাবে। 

ব্যক্তিগত ভাবে 'আমাদের সমাজবিজ্ঞান' বা 'পরিপূরক' এর পরে আমি উনার কাজের একজন ভক্ত। গত ঈদে করোনা পরিস্থিতি এবং আমাদের জীবনে তার প্রভাব নিয়ে ‘প্রেসার কুকার’ বানিয়ে আলোচনায় ছিলেন তিনি। লকডাউনে এক দম্পতির পেশাগত, সামাজিক এবং মানসিক নানা দিকে নানা রকম সমস্যা বা অপরিচিত বিষয় ব্যক্তিজীবনে দেখা দেয় এবং এই কারনে সম্পর্কের উত্থান-পতন নান্দনিক ভাবেই তিনি তুলে ধরেন এই ফিকশনে। 

আবার হঠাৎ করে খারাপ সময়ে একজন মানুষের অবস্থার পরিবর্তন এবং কঠিন বাস্তবতার নানা দিক অসাধারন ভাবে তুলে ধরেছেন তিনি ‘দ্যা লাষ্ট অর্ডার’ নামক স্বল্পদৈর্ঘ্যর মাধ্যমে। এবং করোনা পরিস্থিতিতে দেশের জন্য, মানুষের জন্য ফ্রন্টলাইনে দাড়িয়ে যারা যুদ্ধ করছেন তাদের মধ্য সেচ্ছাসেবী হিসেবে অনেকেই এগিয়ে এসেছেন নিজ উদ্যোগে। এরকম একজন সেচ্ছাসেবী বা ভলান্টিয়ারের গল্প নিয়ে সাফায়েত মনসুর রানা নির্মান করেছেন শর্টফিল্ম 'মশাল'। 

শুটিংয়ের ফাঁকে শাফায়াত মনসুর রানা

তার তিনটি কাজই প্রশংসা যেমন কুড়িয়েছে তেমনি নান্দনিকতার ছোয়াও রেখেছে সাধারণ দর্শকদের কাছে। এছাড়া গত ঈদেই ‘মধ্য নায়ক’ নামের আরেকটা জনপ্রিয় এবং নন্দিত স্বল্পদৈর্ঘ্য উপহার দিয়েছিলেন শাফায়াত মনসুর রানা। অসাধারণ গল্প, নাজিবা বাশার, খায়রুল বাশার এবং মিলি বাশারের দক্ষ অভিনয় এই স্বল্পদৈর্ঘ্যটিকে আলাদা একটি স্বতন্ত্র জায়গায় পৌছে দিয়েছে। 

আজ ঈদের দিন তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এমন যদি হতো’ প্রচারিত হতে যাচ্ছে। এই আধুনিক সময়ে আরবান সোসাইটিতে একটি একা মেয়ে তার মনের মতো করে জীবন সাজিয়ে নিয়ে বাঁচার মতো করে বাঁচতে চায়। তবে ব্যক্তিগত জীবনের ছন্দপতন, সামাজিক নানা প্রতিবন্ধকতা, অসঙ্গতি সাথে নিয়েই জীবন কাটাতে হয়। সব বাধা-নিষেধ এবং ঠুনকো লোকদেখানো জীবন ধারা থেকে বেরিয়ে একটি স্বাভাবিক এবং নিজের খুশিমতো বাঁচার জন্য একটি মেয়ের জীবন সংগ্রাম নিয়েই ‘এমন যদি হতো’র গল্প। 

সমসাময়িক ইস্যু নিয়ে বরাবরই ভিন্নধর্মী কাজ উপস্থাপন করেন নির্মাতা শাফায়াত মনসুর রানা। এবারেও তার নির্মানের মুন্সিয়ানা দিয়ে বিশ মিনিট সময়সীমার মধ্যে পুরো গল্পটি তুলে ধরবেন ’শর্টকাট সিরিজ’টিতে তা বলার অপেক্ষা রাখেনা। বিশেষ করে ট্রেলার রিলিজের পর ব্যতিক্রমী কাজ দেখায় অপেক্ষায় তার ভক্তরা। 

‘এমন যদি হতো’ নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী সাবিলা নূর। পরিচালনার পাশাপাশি এটির গল্প, চিত্রনাট্যর দায়িত্বে ছিলেন শাফায়াত মনসুর রানা। ক্যামেরায় মিছিল সাহা। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির পোষ্টারের দায়িত্ব সামলেছেন সাইফুর রহমান সজল। 

ভিউয়ার ট্রেন্ড আর সস্তা বিনোদনের বাইরে এসে যে কয়জন নির্মাতা এখনো ভিন্নধর্মী কনটেন্ট আর বাস্তবতার আলোকে গল্প বলে যাচ্ছেন শাফায়েত মনসুর রানা তাদের মধ্যে অন্যতম। নিজের কাজ দিয়েই সেটার প্রমান দিয়ে যাচ্ছেন অনবরত। ঈদের অনুষ্ঠানমালায় আগামী সাতদিন তিনি তার সামনের কাজগুলোর মাধ্যমে নিজেকে যেমন নির্মাতা হিসেবে আরো পরিনত করবেন তেমনি দর্শক হিসেবে আমাদের ঈদ বিনোদনে ভিন্ন এক মাত্রা যোগ হবে সেটাই কাম্য।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা