রাধে ট্রেলার: সালমান-প্রভুদেবা জুটির সেই 'ম্যাজিক' কোথায় হারালো?
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

কোরিয়ান সিনেমা আউটল'জ যারা দেখেছেন, রাধের ট্রেলার দেখে তারা হতাশ হতে বাধ্য। না গল্পে সেই সাসপেন্স আছে, না আছে কোন থ্রিল। পৌনে তিন মিনিটের ট্রেলারজুড়েই অপরিপক্কতার ছাপ স্পষ্ট...
সালমান খান তখন একের পর এক ফ্লপ ফিল্ম দিয়ে চলেছেন। বক্স অফিসে তার সিনেমা টানা ব্যর্থ হচ্ছে, অদ্ভুত এক পাকে ডুবে আছেন এই সুপারস্টার। তখনই প্রভুদেবা তার কাছে এসেছিলেন ত্রাতা হয়ে। সালমানকে নিয়ে দক্ষিণী সিনেমা পকিরির বলিউডি রিমেক তৈরি করেন প্রভু, সিনেমার নাম ওয়ান্টেড। মুক্তির পর দিকে দিকে সাড়া পড়ে গিয়েছিল, 'রাধে' চরিত্রে সালমানকে আপন করে নিয়েছিল দর্শক। গল্প, অ্যাকশন ডায়লগ, সালমানের স্টাইল- সবকিছু মিলিয়ে সালমানের ক্যারিয়ারে সুদিন ফিরিয়ে এনেছিল ওয়ান্টেড। ২০০৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমা দিয়েই সাফল্যের ধারায় ফিরেছিলেন বলিউডের ভাইজান।
মাঝে দাবাং-৩ সিনেমায় আরও একবার জুটি বেঁধেছিলেন সালমান ও প্রভুদেবা, ফলাফলটা খুব বেশি ভালো হয়নি। দীর্ঘ একযুগ পর প্রভু সালমানকে আবার 'রাধে' বানিয়ে পর্দায় ফেরাচ্ছেন, আসছে ঈদে একই সাথে ওটিটি এবং সিনেমা হলে মুক্তি পেতে যাওয়া সেই সিনেমার নাম 'রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'। আগামী ১৩ই মে মুক্তি পাবে সিনেমাটা, আজ ইউটিউবে রিলিজ হলো ট্রেলার। কিন্তু সালমান-প্রভু জুটির সেই ম্যাজিকটা পাওয়া গেল না কোথাও।

মুম্বইয়ে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে অপরাধীরা। এই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই গল্প শুরু। নয়া প্রজন্মের রক্তে মাদকের বিষ মিশিয়ে দেওয়াই চক্রীদের মূল লক্ষ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এনকাউন্টার স্পেশালিস্ট রাধেকে ফের দায়িত্ব দিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। এরপরেই পর্দায় এন্ট্রি ভাইজানের। তার অপরাধ দমনের ধরনই আলাদা। প্রতিশ্রুতি দিয়ে তিনি বলছেন, 'আই উইল ক্লিন দ্য সিটি।' সেই প্রতিশ্রুতি কতটা রক্ষা করতে পারবেন 'রাধে'?
কোরিয়ান সিনেমা আউটল'জ এর অফিসিয়াল রিমেক সালমান খানের রাধে। কিন্তু আউটল'জ যারা দেখেছেন, রাধের ট্রেলার দেখে তারা হতাশ হতে বাধ্য। না গল্পে সেই সাসপেন্স আছে, না আছে কোন থ্রিল। পৌনে তিন মিনিটের ট্রেলারজুড়েই অপরিপক্কতার ছাপ স্পষ্ট। মনে হয়েছে, জগাখিচুড়ি একটা গল্পই আসতে চলেছে আরও একবার। কোরিয়ান সিনেমা আর বলিউডি সিনেমার ধরণটাও আলাদা, ভেতরে রোমান্স, গান, আইটেম নম্বর এবং দর্শক টানার অন্যান্য মালমশলা যোগ করতে গিয়ে মূল গল্প থেকে খেই হারাতে হয়েছে।
গুরুত্বপূর্ণ একটা চরিত্রে রণদীপ হুদার উপস্থিতি ছাড়া ভালো লাগার উপকরণ ট্রেলারে ছিল না বললেই চলে। ভিজ্যুয়াল গ্রাফিক্সে দুর্বলতা স্পষ্টতই চোখে পড়েছে, অ্যাকশন সিকোয়েন্সগুলোতেও ছিল আনাড়িপনা। আউটল'জের সবচেয়ে শক্তিশালী দিক ছিল গল্প এবং সেই গল্পের উপস্থাপন। রাধে ঠিক এই জায়গাটাতেই সবচেয়ে বড় দুর্বলতা উপহার দেবে বলে মনে হয়েছে ট্রেলার দেখার পর।

জনপ্রিয় একটা সিনেমা রিমেক করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়, মনোযোগটা বেশিই দিতে হয়। প্রযোজক বা পরিচালক কারো মধ্যেই সম্ভবত সেটা ছিল না। পরিচালক হিসেবে প্রভুদেবার যা দেয়ার ছিল- সেটা তিনি ইতিমধ্যেই দিয়ে ফেলেছেন কিনা, এমন প্রশ্নও তোলা যায় চাইলে। এই জুটির প্রথম সিনেমা ওয়ান্টেডের শক্তিশালী একটা ব্যাপার ছিল সেটার সংলাপ, রাধেতে সেটিও নেই, বরং ওয়ান্টেড থেকেই ধার করা 'একবার আমি যা কমিটমেন্ট করি...' আরও একবার ব্যবহার করা হয়েছে এই সিনেমায়।
আগামী ১৩ মে বড় পর্দায় মুক্তি পাবে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। একই দিনে সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম জিপ্লেক্সেও। এছাড়া বিভিন্ন ডিটিএইচ সার্ভিসেও দেখা যাবে সিনেমাটি। ফলে অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি সালমানভক্তরা সুবিধামতো দেখতে পারবেন। ‘রাধে’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। আর এতে খলচরিত্রে দেখা যাবে রণদীপ হুদাকে, তার সঙ্গে থাকছেন জ্যাকি শ্রফও।
রাধে সিনেমার ট্রেলার দেখতে পাবেন এখানে-