সিনেমা হল এবং ওটিটি প্ল্যাটফর্মে একত্রে মুক্তি পাচ্ছে সালমান খানের 'রাধে'!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

সালমান খান শক্ত গলায় বলেছিলেন, যত যাই হোক, সিনেমা হলেই মুক্তি পাবে রাধে, ওটিটিতে নয়। কিন্ত করোনাকালীন বাস্তবতায় নিউ নরমালের সঙ্গে আপোষটা করতেই হলো বলিউডের ভাইজানকে...
ঈদের চলচ্চিত্র রিলিজ দেয়ার চিরায়ত রুটিন মেনেই মুক্তি পাচ্ছে সালমান খানের বহুল প্রতিক্ষিত ‘রাধে:ইউর মোস্ট ওয়ান্টেড ভাই। প্রভু দেবার পরিচালিত এই সিনেমা মে মাসের ১৩ তারিখ ওয়ার্ল্ড ওয়াইড থিয়েটার আর ওটিটি প্লাটফর্ম- দুই জায়গাতেই রিলিজ দেয়া হবে এটি। আর আগামীকাল অর্থাৎ এপ্রিলের ২২ তারিখে রিলিজ করা হবে এর ট্রেলার।
করোনা ভাইরাস জেঁকে বসেছে এশিয়ায়, ভারতও এর ব্যাতিক্রম নয়। মহামারীর সময় কে বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি মেনেই থিয়েটারে রিলিজ দেয়া হবে। অন্যদিকে, টিম রাধে বিশ্বব্যাপী ৪০টি দেশে ফিল্মটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছে।
পে-পার ভিউ সার্ভিসের আওতায় জি-ফাইভের জি-প্লেক্সে থিয়েটারের রিলিজের দিনেই ওটিটিতে দেখা যাবে রাধে। এছাড়াও ডিশটিভি, ডিটুএইচ, টাটা স্কাই আর এয়ারটেল ডিজিটাল টিভিতেও দেখা যাবে রাধে।
একই সঙ্গে থিয়েটার এবং ওটিটি প্ল্যাটফর্ম- মাল্টিফরমেটে রিলিজ পাওয়ার ব্যাপারটি মিশ্র অনুভূতির সৃষ্টি করেছে। বর্তমানে ভারতের বেশিরভাগ সিনেমাহলই বন্ধ রয়েছে- খোলার ব্যাপারটিও অনিশ্চিত। সিনেমা হল খোলা থাকলেও করোনা পরিস্থিতির কারণে খালিই থাকবে বেশির ভাগ সিট-এটাই স্বাভাবিক। ঘরে বসে নিরাপদে দেখার সুযোগ ছেড়ে কয়জনই বা সিনেমা হলে বসে উপভোগ করবে-অনেকে এমনটাই ভাবছেন। তাই বলতে গেলে, অনলাইনেই মুক্তি পাচ্ছে ভাইজানের নতুন সিনেমা- এমনটা বললেও ভুল হবেনা। এই ব্যাপারটি যে সিনেমাটির বক্স অফিস পারফর্ম্যান্সেও প্রভাব ফেলবে-সেটি বলার অপেক্ষা রাখে না।