৮৩ বছর বয়সে সবচেয়ে বয়স্ক ব্যাক্তি হিসাবে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে অ্যান্থনি হপকিন্স অস্কার জিতেছেন এবার, যদিও মূল অনুষ্ঠানে তিনি অনুপস্থিত ছিলেন। ওয়েলসে নিজের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন পুরষ্কার ঘোষনার সময়, ভোরে তার এজেন্টের ফোনে তিনি জানতে পারেন, ইতিহাস তৈরি করে অস্কার জিতেছেন তিনি।

২৫ এপ্রিল রাতে ৯৩তম একাডেমি পুরষ্কারের আসর বসে লস এঞ্জেলেসে- মহামারীর কারণে এবারের অনুষ্ঠানের ফরম্যাট ছিলো ভিন্ন রকম। ৮৩ বছর বয়সে সবচেয়ে বয়স্ক ব্যাক্তি হিসাবে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে অ্যান্থনি হপকিন্স অস্কার জেতেন যদিও মূল অনুষ্ঠানে তিনি অনুপস্থিত ছিলেন। ওয়েলসে নিজের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন পুরষ্কার ঘোষনার সময়, ভোরে তার এজেন্টের ফোনে তিনি জানতে পারেন, ইতিহাস তৈরি করে অস্কার জিতেছেন তিনি। 

দ্য ফাদার সিনেমার পোস্টার

‘দ্য ফাদার’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য অস্কার জেতেন তিনি। একাডেমির ইতিহাসে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া সবচেয়ে বয়স্ক অভিনেতা তিনি। অস্কার ঘোষণার পরে একটি বিবৃতি দেন হপকিন্সের এজেন্ট জেরেমি বারবার। তিনি জানান, অ্যান্থনি হপকিন্স রাতে ঘুমিয়ে পড়েছিলেন। পরে তাঁকে এ সংবাদ ফোন করে জানানো হয়। মার্কিন সাময়িকী পিপলকে জেরেমি জানান, “টনি (অ্যান্থনি হপকিন্স) ওয়েলসে ছিলেন, যেখানে তিনি বেড়ে উঠেছেন। তিনি ঘুমিয়ে ছিলেন। সকালে আমি যখন তাঁকে ঘুম থেকে তুলে এ খবর বলেছি, তিনি খুবই খুশি হয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন।”

রিজ আহমেদ, চ্যাডউইক বোজম্যান, গ্যারি ওল্ডম্যান ও স্টিভেন ইয়ুন- নানান বয়সের বিচিত্র প্রতিভার সব অভিনেতার সাথে লড়ে অস্কার জিতেছেন অ্যান্থনি হপকিন্স। সকালে ঘুম থেকে উঠে তিনি বিবৃতি দেন,

“শুভ সকাল। আমি এখন আছি আমার গ্রামের বাড়ি ওয়েলসে। এই ৮৩ বছর বয়সে আমি সত্যিই আশা করিনি, অস্কার জিতব। পুরস্কার পাওয়ার কোনো আশাই ছিল না আমার। আমি সত্যিই একাডেমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ এবং তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি চ্যাডউইক বোজম্যানকে। যাঁকে খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যেতে হয়েছে। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আবারও বলছি, আমি সত্যিই আশা করিনি, এটা জিতব। তাই আমি খুবই সম্মানিত বোধ করছি। ধন্যবাদ সবাইকে।”

এটি এন্থনির দ্বিতীয় অস্কার। ৩০ বছর আগে ১৯৯২ সালে সাইল্যান্স অব দি ল্যাম্বস চলচ্চিত্রের জন্য তিনি প্রথম অস্কার জেতেন শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে। এই ৩০ বছরের বিরতিও অস্কারের ইতিহাসে দুটি অস্কারের মাঝে সর্বোচ্চ বিরতি।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা