আমেরিকান সিনেমা ‘নোম্যাডল্যান্ড’ গোল্ডেন গ্লোব জয় করেছে এই বছর, আসছে অস্কারেও এটি সাড়া ফেলবে। তবে ঝামেলা বেধেছে চীনে, দেশটিতে এই সিনেমার মুক্তি নিশ্চিত হলেও এর রিলিজ সংক্রান্ত তথ্য ও বিজ্ঞাপন চীনের সোশ্যাল মিডিয়া ও সরকারী ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে...

আমেরিকান ড্রামা ফিল্ম ‘নোম্যাডল্যান্ড’ গোল্ডেন গ্লোব জয় করেছে এই বছর, আসছে অস্কারেও এটি অনন্য সম্ভাবনাময় একটি ফিল্ম বলে মনে করছেন অনেকে। তবে, ঝামেলা বেধেছে চায়নায়, নির্মাতা ক্লোয়ি ঝাওর কিছু বক্তব্যের জের ধরে চায়নায় এই চলচ্চিত্রের মুক্তি নিশ্চিত হলেও এর রিলিজ সংক্রান্ত আনুষঙ্গিক তথ্যাবলি ও বিজ্ঞাপন চায়নার সোসাল মিডিয়া ও সরকারী ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। 

গোল্ডেন গ্লোবের দীর্ঘ ইতিহাসে নারী নির্মাতা ক্লোয়ি ঝাও দ্বিতীয় ব্যাক্তি যার সিনেমা গোল্ডেন গ্লোবের শ্রেষ্ঠ সিনেমা আর শ্রেষ্ঠ নির্মাতার পুরষ্কার জিতেছে। এই সিনেমার প্রযোজকও তিনি- সেই হিসাবে প্রথম এশিয়ান প্রযোজক হিসাবে গোল্ডেন গ্লোবের শ্রেষ্ঠ সিনেমার খেতাব জয়ী ব্যাক্তিও তিনি। এতোকিছু স্বত্বেও, চায়নাতে এই সিনেমার রিলিজ সংক্রান্ত যাবতীয় তথ্য ও বিজ্ঞাপন সরকারী ওয়েবসাইট সহ বিভিন্ন জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছে। এ ঘটনার সুত্রপাত কোথায়?

ক্লোয়ি ঝাও

২০১৩ সালে ঝাও এর একটি মন্তব্য ঘীরেই এই ঘটনার সুত্রপাত। সেই সময় ঝাও এক সাক্ষাতকারে চায়নাকে “এমন একটি স্থান যেখানে সব জায়গায় মিথ্যার রাজত্ব চলে” বলে বক্তব্য দিয়েছিলেন। এছাড়াও, ঝাও নিজেকে আমেরিকান বলে দাবী করেন যেটিও চায়নার নিষেধাজ্ঞার অন্যতম কারন। তবে, সবকিছুর পরেও, চায়নায় রিলিজ পাচ্ছে নোম্যাডল্যান্ড। 

প্রথম এশিয়ান নারী ফিল্মমেকার ক্লোয়ি ঝাওর গোল্ডেন গ্লোব জয় চায়নায় আলোচিত হলেও অনেকে তাকে মনে করছেন চায়নার শত্রু, প্রশ্ন তুলেছেন তার জাতীয়তা ও পরিচয় নিয়ে। ঝাওর এর জন্ম চীনের বেইজিং-এ, বর্ষীয়ান চাইনিজ অভিনেতা সং দানদান এর সৎ মেয়ে তিনি। তবে, ঝাও লেখাপড়া করেছেন পশ্চিমে এবং নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবেই পরিচয় দেন। এমনকি চায়নার পাসপোর্টও নেই চায়না জন্ম নেয়া গুণী এই নির্মাতা-প্রযোজকের।

এবছরের আগস্ট মাসে তার জন্মস্থান চায়নায় রিলিজ পাবে নোম্যাডল্যান্ড। আলোচিত এই সিনেমার রিলিজে কোনো প্রভাব না ফেললেও ঝাও বিপদে পড়তে পারেন তার পরবর্তী ফিল্ম নিয়ে। মার্ভেল স্টুডিওর সাথে তিনি যুক্ত হয়েছেন, সিনেমার নাম ইটার্নালস। চায়নার বক্স অফিসে মার্ভেল স্টুডিওর সিনেমা রিলিজ মানেই ব্লকবাস্টার কান্ড, লাখে লাখে টিকিট বিক্রি।

এর আগে এভেঞ্জার্স: এন্ড গেম তুমুল ব্যবসা করেছিলো চায়নাতে। এমন লাভজনক বাজারে ঝাওর বিতর্কিত ব্যাক্তিত্ব মার্ভেলের জন্য সমস্যার। ইটার্নালের এই বছরের শেষ দিকে মুক্তির কথা থাকলেও চায়না রিলিজের কোনো তারিখ ঠিক করা হয়নি। অস্কারে সম্ভাবনাময় এই নির্মাতার ভবিষ্যত তাই কিছুটা মেঘময় কেননা এই ধরনের বিতর্ক সিনেমার ব্যবসার জন্য ভালো ফল বয়ে আনেনা। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা