মালদ্বীপে অবকাশ কাটাতে যাওয়া বলিউড তারকাদের একহাত নিলেন নওয়াজউদ্দীন
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
বলিউড সেলিব্রেটিরা মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। ইন্সটাগ্রাম, ফেসবুকে ঘুরছে তাদের মনোমুগ্ধকর সব ছবি। এদিকে, করোনার ভয়াবহতা গ্রাস করেছে ভারতের সর্বত্র- লাখে লাখে মানুষ আক্রান্ত আর হাজারে হাজারে মারা পড়ছে প্রতিদিন। এই অবস্থায় বিলাস-বহুল জায়গায় ভ্যাকেশন কাটানো আর ছবি পোস্ট করাকে সাধারণ মানুষ থেকে বি-টাউনের তারকা, অনেকেই ভালো চোখে দেখছেন না- এরমধ্যে আছেন নওয়াজউদ্দীন সিদ্দিকীও।
রনবীর কাপুর, আলিয়া ভাট আর দিশা পাটানি মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। ইন্সটাগ্রাম, ফেসবুকে ঘুরছে তাদের মনোমুগ্ধকর সব ছবি। এদিকে, করোনার ভয়াবহতা গ্রাস করেছে ভারতের সর্বত্র- লাখে লাখে মানুষ আক্রান্ত আর হাজারে হাজারে মারা পড়ছে প্রতিদিন। এই অবস্থায় বিলাস-বহুল জায়গায় ভ্যাকেশন কাটানো আর ছবি পোস্ট করাকে সাধারণ মানুষ থেকে বি-টাউনের তারকা, অনেকেই ভালো চোখে দেখছেন না- এরমধ্যে আছেন নওয়াজুদ্দীন সিদ্দিকীও।
তারকাদের এহেন কার্যক্রমে হতাশা ব্যক্ত করেছেন নওয়াজ। অনেক সাধারণ মানুষের মতোই, তার মনে হয়েছে, যেখানে দেশের মানুষের নিত্যপ্রয়োজনীয় দরকার মেটাতে হিমশিম খাচ্ছে, সেখানে এই বিলাসিতা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতার মতোই অপরিণামদর্শী কাজ। বরাবরের মতোই, খোলা জবানে এর প্রতিবাদ জানিয়েছেন নওয়াজ। তিনি বলেন,
“পৃথিবীতে বিরাজ করছে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সময় আর এই সময় এই সব তারকারা তাদের ঘুরে-বেড়ানোর ছবি পোস্ট করছেন। মানুষের কাছে খাবার খাওয়ার পয়সা নেই আর আপনারা এভাবে টাকা উড়াচ্ছেন। কিছুটা তো লজ্জা থাকা দরকার!”
ভ্যাকেশন কাটানোর জন্য না বরং মহামারীর এই অস্থির সময়ে ছবি শেয়ার করাটাকেই তিনি মানতে পারছেন না। তারমতে, তারকারা মালদ্বীপকে সার্কাস বানিয়ে ফেলেছেন। তিনি আহবান জানিয়েছেন যেন মানবতার স্বার্থে, তারকারা এই সময় এই রকম অপরিণামদর্শী কাজ থেকে বিরত থাকেন। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, খেতে পারছে না। সবাইকে তিনি আরো মানবিক হওয়ার আহবান জানেন।
আপনার কি মনে হয়, নওয়াজুদ্দীন সিদ্দিকী কি ঠিক বলেছেন?