বাংলাদেশের সংবাদ মাধ্যমে একটি খবর দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে, সেটি হচ্ছে জনপ্রিয় লোকগানের শিল্পী মমতাজ ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। ফোক সম্রাজ্ঞী ও সাংসদ মমতাজ ভারতের গ্লোবাল হিউম্যান পিস বিশ্ববিদ্যালয় থেকে যে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন, সেটি ভুয়া বলে কয়েকটি অনুসন্ধানী রিপোর্টে জানা গেছে।
বাংলাদেশের সংবাদ মাধ্যমে একটি খবর দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে, সেটি হচ্ছে জনপ্রিয় লোকগানের শিল্পী মমতাজ ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। ফোক সম্রাজ্ঞী ও সাংসদ মমতাজ ভারতের গ্লোবাল হিউম্যান পিস বিশ্ববিদ্যালয় থেকে যে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন, সেটি ভুয়া বলে কয়েকটি অনুসন্ধানী রিপোর্টে জানা গেছে।
গত শনিবার, ১০ এপ্রিল গায়িকা ও সংসদ সদস্য মমতাজ বেগমকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। মমতাজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ১২ এপ্রিল ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করা হয়। এরপরে ‘বিডি ফ্যাক্টচেক’ এর অনুসন্ধানে দেখা যায়, ভারতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয় নাই। তবে এই নামে একটি ওয়েবসাইট আছে যারা টাকার বিনিময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়ে থাকে যা ভারতের দ্যা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) অ্যাক্ট- ১৯৫৬ অনুযায়ী অবৈধ।
এমন অভিযোগের বিপরীতে মঙ্গলবার, ১৩ এপ্রিল মুখ খুলেছেন মমতাজ৷ তিনি বলেন, “কিছু বিতর্কের কথা আমার কানে এসেছে৷ কিন্তু আমার কাছে বিশ্ববিদ্যালয়টি ভুয়া মনে হয়নি। আর ভুয়া বলে যে বিশ্ববিদ্যালয়ের নাম আসছে সেটা এ বিশ্ববিদ্যালয় নয়।”
মমতাজ আরও বলেন, “আমি নিজে ও-ই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে এটা গ্রহণ করেছি। ওই আয়োজনে শত শত মানুষ ছিলেন। আমার হাতে এই সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পি ম্যানুয়েল। একই সময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন চেন্নাইয়ের সাবেক জেলা জজ থিরু এজে মুরুগানানথাম ও তামিলনাড়ুর আধ্যাত্মিক ধর্মগুরু খলিফা মাস্তান সাহেব। এ বিশ্ববিদ্যালয় ভুয়া এমন কোনো আভাসই মেলেনি।'
অনুসন্ধান ছাড়াই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি ঢালাও ভাবে প্রচার করা হয়। সংবাদ মাধ্যমে বলা হয়, “বিশ্বের প্রথম শিল্পী হিসেবে ৭০০টির বেশি একক অ্যালবামের রেকর্ড, সুদীর্ঘ ৩০ বছর বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরা ও সমাজসেবা ছাড়াও নানামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মমতাজ। যে কারণে তারা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শনিবার ‘ডক্টর অব মিউজিক’ পদক প্রদান করে। এটি দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি. ম্যানুয়েল। এর ফলে বহু সম্মানে ভূষিত এ শিল্পী প্রথমবারের মতো ডক্টরেট ডিগ্রি পেলেন”। এ ব্যাপারে মমতাজ জানান, “আমি যা পেয়েছি তা আমার কাছে অনেক সম্মানের। গান করার ও মানুষের সেবা করার স্বীকৃতি পেয়েছি। এই ডিগ্রি আমার জন্য অনুপ্রেরণার।”