'ফ্রেন্ডস' তারকা জেনিফার অ্যানিস্টনের ইন্সটাগ্রাম প্রোফাইলে ঢুঁ মারলে চমকে উঠবেন যে কেউই। তার ইন্সটাগ্রাম স্টোরিতে শোভা পাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি!

হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনকে সিনেমাপ্রেমীরা সবাই চেনেন। 'ফ্রেন্ডস' টিভি সিরিজে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন দ্য বাউন্টি হান্টার, লাভ হ্যাপেন্স, দ্য ব্রেকাপ, রুম টেনের মতো সিনেমায়। তার ইন্সটাগ্রামের ভ্যারিফাইড প্রোফাইলে ঢুঁ মারলে চমকে উঠবেন যে কেউই। জেনিফার অ্যানিস্টনের ইন্সটাগ্রাম স্টোরিতে শোভা পাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি!

বিভিন্ন দেশের নারী প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, অথবা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা নারীরা, যারা বৈশ্বিক নানা পরিবর্তন ও উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, তাদের নাম আর পদবী উল্লেখ করা হয়েছে সেই ইন্সটাগ্রাম স্টোরিতে। সেখানে বলা হয়েছে, এসব নারীদের হাত ধরেই বদলে যাচ্ছে বিশ্ব, উন্নতির পথে হাঁটছে গোটা দুনিয়া। জেনিফার অ্যানিস্টনের ইন্সটাগ্রামে আপলোড করা স্টোরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম, পদবী এবং ছবি উল্লেখ করা আছে দুই নম্বরে। মূলত নারী নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়নকেই সাধুবাদ জানানো হয়েছে এখানে। 

এই সেই ইন্সটাগ্রাম স্টোরি

শেখ হাসিনার পাশাপাশি সেই স্টোরিতে আরও জায়গা পেয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, নরওয়ের প্রধানমন্ত্রী এর্না সোলবার্গ, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেওন, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী, ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেড ফ্রেড্রিকসেন, তাইওয়ানের প্রধানমন্ত্রী সাই ইং ওয়েন, সার্বিয়ার আনা ব্রানবিক, সিঙ্গাপুরের হালিমাহ জ্যাকব, নিউজিল্যান্ডের জেসিন্দা আরদার্ন সহ আরও অনেক বিশ্বনেতা। সম্প্রতি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া কামালা হ্যারিসও ঠাঁই পেয়েছেন এই তালিকায়। আরও আছেন মালালা ইউসুফজাই বা গ্রেটা থানবার্গের মতো অন্যান্য ভুবনে অবদান রাখা নারীরাও।

শেখ হাসিনাকে গত ডিসেম্বরেই বিশ্বের ৩৯তম ক্ষমতাধর নারী হিসেবে স্বীকৃতি দিয়েছে ফোর্বস ম্যাগাজিন। টানা বারো বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি, এর আগেও এক মেয়াদে পাঁচ বছর প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা (১৯৯৬-২০০১)।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা