ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেছে ভারতে, এসেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ, হুমকির মুখে ক্ষমাও চেয়েছেন নির্মাতারা। এবার ভারত সরকারই ওটিটি প্ল্যাটফর্মগুলোর ওপরে সেন্সর বসাচ্ছে, খর্ব করছে নির্মাণের স্বাধীনতা...

সাইফ আলী খান অভিনীত অ্যামাজন প্রাইমের তান্ডব ওয়েব সিরিজে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে বিতর্কের ঝড় বয়ে গেছে ভারতে। এই সিরিজ নিষিদ্ধ করার একাধিক আবেদন জমা পড়েছে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে। অন্যদিকে, ডিজনি, এমাজন, নেটফ্লিক্স সহ ১৭টি স্ট্রিমিং প্লাটফর্ম “Self Regulation Tool Kit” অনুসরণ করতে শুরু করেছে। গত বছর ভারতের স্ট্রিমিং প্লাটফর্মগুলোকে এই রেগুলেশন পরিকল্পনার আওতায় আনার কার্যক্রম শুরু হয়। এই রেগুলেশনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে স্বাধীন ও অবাধ ভাবে কন্টেন্ট ক্রিয়েশন ও ডিস্ট্রিবিউশন। এদিকে, ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই রেগুলেশনকে অনুমোদন দেয়নি। সব মিলিয়ে, ইন্ডিয়ান স্ট্রিমিং প্লাটফর্মে চলছে চ্যালেঞ্জিং টাইমস। 

তাণ্ডব নিষিদ্ধের দাবীতে আন্দোলন

তান্ডব ছাড়াও মির্জাপুর ও ‘আ সুইটেবল বয়’ এই দুটি ওয়েব সিরিজের বিরুদ্ধেও রয়েছে ধর্ম অবমাননার অভিযোগ। মন্দিরের মতো পবিত্র জায়গায় চুম্বনের দৃশ্যের কারনে মিরা নায়ারের মতো গুণী নির্মাতাকেও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সবমিলিয়ে ডিজিটাল প্লাটফর্মগুলো কে নিয়ে নতুন করে ভাবছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালায় -এই ভাবনা গুলোর অনেককিছুই ওটিটি প্লাটফর্মগুলোর আসল সৌন্দর্য্য- মুক্ত ও অবাধ কন্টেন্ট নির্মাণের প্রেরণাকে নষ্ট করবে বলে অনেকের ধারণা। 

তাণ্ডবের বিরুদ্ধে আন্দোলন

Universal Self-Regulation Code for OCCPs (Online Curated Content Providers)তৈরি করেছে ভারতের Internet and Mobile Association of India (IAMAI)। ডিজনি, এমাজন, নেটফ্লিক্স ছাড়াও সাক্ষর করেছে জি ফাইভ, সনি লাইভ, জিও সিনেমা, ইরোস নাও, হইচই, হাঙ্গামা ইত্যাদি স্ট্রিমিং প্লাটফর্ম। কেন ভারতের সরকার এটি অনুমোদন করেনি? তাদের মতে, এই রেগুলেশন নিষিদ্ধ কন্টেন্টের সঠিক তালিকা করতে ব্যর্থ হয়েছে। এছাড়াও মন্ত্রণালয়ের মতে, এই রেগুলেশনের এডভাইসরি কমিটির বৈধতা ও গঠনপ্রণালী প্রশ্নবিদ্ধ।

এদিকে, পুরো ব্যাপারটি নিয়ে তান্ডব সিরিজের পরিচালক আলি আবাস জাফরকে উদ্দেশ্য করে টুইট করেছেন কঙ্গনা রানাউত। অন্যর ধর্ম নিয়ে কথা বলার আগে তান্ডবের নির্মাতা কে তিনি “আল্লাহর উপহাস করার হিম্মত আছে?”- মর্মে সরাসরি প্রশ্ন করেন টুইটারে। অন্যর ধর্ম ছেড়ে নিজের ধর্ম কে সমালোচনার চোরাগোপ্তা আঘাতই ছিলো এই টুইটের উদ্দেশ্য। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর এই ব্যাপারে বলেন, “ওটিটি প্ল্যাটফর্মের বেশ কিছু সিরিজ নিয়ে আমরা বহু অভিযোগ পেয়েছি। এই প্ল্যাটফর্মে যে ছবি কিংবা সিরিজ মুক্তি পায়, তা প্রেস কাউন্সিল আইন, কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন কিংবা সেন্সর বোর্ডের আওতায় পড়ে না। তবে এধরনের বিতর্ক যাতে ভবিষ্যতে এড়ানো যায়, তা জন্য আমরা শীঘ্রই নতুন গাইডলাইন আনব।”

অর্থাৎ এবার ডিজিটাল প্ল্যাটফর্মে বসতে যাচ্ছে সেন্সরবোর্ডের মতোই নিয়মের বেড়াজাল। সবমিলিয়ে তান্ডব সিরিজ ভারতে রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছে। ওটিটি প্লাটফর্মের যে স্বাধীনতা সেটি কি এবার নিয়মের বেড়াজালে আবদ্ধ হচ্ছে? পার্শ্ববর্তী দেশ ভারতের এই ধাক্কা আমাদের দেশের কি এসে পৌছুবে? 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা