ভারতে নিয়মের বেড়াজালে ওটিটি প্লাটফর্ম: প্রথম বলি ফ্যামিলি ম্যান ও পাতাল লোক?
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
অ্যামাজন প্রাইমের ‘তান্ডব’ ওয়েব সিরিজে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ভারতে ছোটখাট যুদ্ধই লেগে গিয়েছে। মামলা, পিটিশন আর অ্যামাজনের ক্ষমা প্রার্থনার পর ভারত সরকার ডিজিটাল প্লাটফর্মগুলোর ওপর শুরু করছে খবরদারী। তান্ডবের কারণে আটকে গেছে ‘ফ্যামিলি ম্যান’ ও ‘পাতাল লোক’ এর নতুন সিজনের সম্প্রচার...
সাইফ আলী খান অভিনীত অ্যামাজন প্রাইমের ‘তান্ডব’ ওয়েব সিরিজে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ভারতে ছোটখাট যুদ্ধই বেঁধে গিয়েছে। মামলা, পিটিশন আর অ্যামাজন প্রাইমের ক্ষমা প্রার্থনার পর ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ডিজিটাল প্লাটফর্মগুলোর ওপর শুরু করছে খবরদারী, ওটিটি প্লাটফর্মগুলোতেও কন্টেন্ট নির্বাচনের ক্ষেত্রে চলছে বাড়তি সতর্কতা। তান্ডবের কারণে আটকে গেছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ আর ‘পাতাল লোক’ এর নতুন সিজনের সম্প্রচার।
২০১৯ সালে মুক্তি পেয়েছিলো অ্যামাজন প্রাইমের এসপিওনাজ থ্রিলার ‘দ্য ফ্যামিলি মেন’। দর্শক-সমালোচকদের কাছে বিপুল জনপ্রিয় হয় এই সিরিজ- দ্বিতীয় পর্বের জন্য দীর্ঘদিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে রিলিজের কথা থাকলেও হঠাৎ করেই এর রিলিজ ডেট পিছিয়ে দেয়া হয়েছে। এদিকে ‘দ্য ফ্যামিলি ম্যান’ এর দ্বিতীয় সিজন বন্ধের গুজব কে উড়িয়ে দিয়ে মনোজ বাজপেয়ি টুইটারে বলেছেন এই খবর “সম্পূর্ণ অর্থহীন” ।
ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওটিটি প্লাটফর্মগুলোর ওপর খবরদারী শুরু করার পর থেকেই কন্টেন্ট ক্রিয়েটর আর ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মগুলো তাদের নতুন কন্টেট রিলিজ নিয়ে অতিমাত্রায় সতর্ক থাকছে। কোনো রকম বিতর্ক সৃষ্টি করতে পারে কিংবা কারো ধর্মীয়-রাজনৈতিক অনুভূতিতে আঘাত হানতে পারে, এমন কোনোকিছুই জায়গা পাচ্ছে না চিত্রনাট্যে। মুক্ত ও অবাধ কন্টেন্ট নির্মাণের যেই প্রতিযোগিতামূলক পরিবেশ এতোদিন ভারতে ছিলো, সেটি দ্রুতই খর্ব হতে শুরু করেছে।
‘দ্য ফ্যামিলি মেন’ আর ‘পাতাল লোক’ - এই দুটি প্রজেক্টের সাথে যুক্ত এক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, “ বর্তমানে প্রতিটি স্ট্রিমিং প্লাটফর্মগুলো কন্টেন্ট নির্বাচনের ক্ষেত্রে সমস্ত নির্মাতাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার আহবান জানিয়েছে। তারা আসলে চাচ্ছে যেন নির্মাতারা সামাজিক আর রাজনৈতিক বাস্তবতা কে এড়িয়ে কন্টেন্ট নির্মান করেন। মনে রাখতে হবে, এই প্লাটফর্মগুলো ব্যবসা করতে নেমেছে- একটি কন্টেন্টের জন্য তারা তাদের পুরো ব্যবসাকে ঝুঁকিতে ফেলার মতো বোকামি করবে না।
এছাড়াও প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিটি সিজনের প্রতিটি কন্টেন্ট আলাদা করা, অ-প্রাপ্তবয়ষ্কদের জন্য নিষেধাজ্ঞা ইত্যাদি বিধি-নিষেধও আরোপ হতে পারে। সবমিলিয়ে অ্যামাজন প্রাইম এখন এমন একটি অবস্থানে আছে, যেখানে থেকে ‘দ্য ফ্যামিলি ম্যান’ এর দ্বিতীয় সিজন রিলিজ দেয়া বেশ কঠিন।
তবে এর নির্মাতা রাজ ও কৃষ্ণা খুব একটা ভাবছেন না এসব নিয়ে। ৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বহুল-প্রতিক্ষিত শো তারা মুক্তি দেবেন স্ট্রিমিং প্লাটফর্মেই। ফেব্রুয়ারীতে মুক্তির কথা থাকলেও পিছিয়ে দেয়া হয়েছে তুমুল জনপ্রিয় এই সিরিজ। যেই ব্যাপারটি নিয়ে নির্মাতাদের ভাবতে হচ্ছে সেটি হচ্ছে, তারা কি অটো সেন্সরের মাধ্যমে নিজেরাই ওয়েবসিরিজটি থেকে যেসব অংশগুলো প্রশ্নবিদ্ধ হতে পারে সেগুলো বাদ দিয়ে দ্রুত রিলিজ দেবেন নাকি যথারীতি ফিল্ম ইন্ডাস্ট্রির মতো সেন্সরবোর্ডের তত্ত্বাবধানে থেকে বিলম্বিত তারিখে দর্শকের কাছে পৌছাবেন? সময়ই বলে দেবে সব!