জ্যাক স্নাইডারের একশন-ক্রাইম-হরর ‘আর্মি অফ দি ডেড’ চলচ্চিত্রের মাধ্যমে ভারতীয় অভিনেত্রী হুমা কুরেশি হলিউডে যাত্রা শুরু করলেন।

জ্যাক স্নাইডারের একশন-ক্রাইম-হরর ‘আর্মি অফ দি ডেড’ চলচ্চিত্রের মাধ্যমে ভারতীয় অভিনেত্রী হুমা কুরেশি হলিউডে যাত্রা শুরু করলেন। গত ১৩ই এপ্রিল নতুন ট্রেইলার স্নাইডার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করার পরেই জানা গেল হুমা কুরেশি এই ছবিতে অভিনয় করেছেন। 'গ্যাংস অফ ওয়াসিপুর',  ‘বাদলাপুর’ আর 'লাইলা' খ্যাত হুমা কুরেশি এই ছবির মাধ্যমেই প্রথম কোনো হলিউড প্রোডাকশনে কাজ করলেন। 

গ্যাংস অফ ওয়াসিপুর সিনেমায় হুমা কুরেশী

‘জাস্টিস লিগ’, ‘থ্রি হান্ড্রেড’, ‘ম্যান অফ স্টিল’- সহ ব্লক বাস্টার সব সিনেমা উপহার দেয়া জ্যাক স্নাইডারের সাথে কাজ করতে পেরে দারুণ খুশি হুমা কুরেশি। টুইটারে তিনি লিখেন, “ “প্রতিভাধর এই মানুষের সঙ্গে ছোট একটি কাজ করতে পেরে দারুণ গর্বিত আমি”। সিনেমাতে তার চরিত্রটি কেমন সেটির ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও, আইএমডিবি মারফত জানা যায় যে , তার চরিত্রটির নাম গীতা।

বর্তমানে হুমা ছাড়াও ভারতীয় বেশ কয়েকজন শিল্পী হলিউডের ছবিতে কাজ করেছেন। এরমধ্যে রয়েছে:  রুশো ব্রাদার্সের ‘দি গ্রে ম্যান’ ছবিতে ধানুশ, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘মিস মার্ভেল’ ধারাবাহিকে  পরিচালক ফারহান আক্তার,  ‘দি ডেথ অন দি নাইল’ ছবিতে আলি ফজল  আর ‘ম্যাট্রিক্স ফোর’ ছবিতে বিশেষ একটি চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া। করোনার কারণে নির্দিষ্ট কিছু হলের পাশাপাশি স্ট্রিমিং প্লাটফর্মে ‘আর্মি অফ দি ডেড’ মুক্তি পাবে আগামী ২১ মে।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা