জুলাইয়ের ৩০ তারিখ রিলিজ পাচ্ছে মুম্বাইয়ের কামাথিপুরার যৌনপল্লির প্রধান গাঙ্গুবাইকে নিয়ে নির্মিত বিগ বাজেটের ‘ ‘গাঙ্গুবাই কাঠিয়াবাদি’। কিন্তু মহামারীকালে প্রশ্ন এখন একটাই, সিনেমা হল নাকি কোন ওটিটি প্ল্যাটফর্ম- কোথায় দেখা যাবে সিনেমাটি?

জুলাইয়ের ৩০ তারিখ রিলিজ পাচ্ছে মুম্বাইয়ের কামাথিপুরার যৌনপল্লির প্রধান গাঙ্গুবাইকে নিয়ে নির্মিত বিগ বাজেটের ‘ ‘গাঙ্গুবাই কাঠিয়াবাদি’ সিনেমাটি। সিনেমায় নাম ভূমিকায় আছেন এই সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তবে মহামারীর প্রকোপে সবকিছু এখনও অনিশ্চিত। 

গাঙ্গুবাই কাটিয়াবাদী সিনেমায় আলিয়া ভাট

২০২০ সালের শুরুর দিকে কাজ শেষ করে ঐ বছরের সেপ্টেম্বরে রিলিজ দেয়ার কথা থাকলেও মহামারীর ছোবলে পিছিয়ে যায় ‘গাঙ্গুবাই কাটিয়াবাদি’-র কাজ। দুই বছরের বেশি সময় ধরে নির্মাণের মধ্যে আছে বহুল প্রতীক্ষিত আলিয়া ভাটের এই সিনেমা। যেহেতু করোনার কারনে দেশের অবস্থা খারাপের দিকে, ধারনা করা হচ্ছে, থিয়েট্রিকাল রিলিজের সাথে মিলিয়ে এখন নাকি ওটিটি প্লাটফর্মেও রিলিজ দেয়া হবে ‘গাঙ্গুবাই কাটিয়াবাদি’। 

সঞ্জয় লীলা বানসালির সিনেমা মানেই হই-হই সিনেমা, রই-রই ব্যবসা। সিনেমাহল মালিক থেকে দর্শক- সবাই মুখিয়ে থাকে তার সিনেমার জন্য। সেই সঞ্জয় লীলা একই দিনে ওটিটি প্লাটফর্মে রিলিজ দেবেন এবার বলে কানাঘুষা চলছে- একটি ওটিটি প্লাটফর্ম অস্বাভাবিক অংকের অর্থও প্রস্তাব করেছে বলে জানা গেছে। অনলাইন নির্ভর কিছু সোর্স মারফত সর্বশেষ এমনটাই জানা গিয়েছে। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা