সেন্ট্রাল পার্কের কফিশপে ফিরছেন জেনিফার এনিস্টন, কোর্টনি কক্স, লিসা কুড্র, ম্যাট লেব্ল্যাংক, ম্যাথু পেরি আর ডেভিড শুমার। ফ্রেন্ডস রি-ইউনিওন স্পেশাল এপিসোডের শ্যুটিং শুরু হয়েছে। তবে, মজার ব্যাপার হচ্ছে, ফ্রেন্ডসের চরিত্রে ফিরবেন না এর শিল্পীরা, ফিরবেন বাস্তব জীবনের নিজেদের চরিত্র দিয়েই!

সেন্ট্রাল পার্কের কফিশপে ফিরছেন জেনিফার এনিস্টন, কোর্টনি কক্স, লিসা কুড্র, ম্যাট লেব্ল্যাংক, ম্যাথু পেরি আর ডেভিড শুমার। ফ্রেন্ডস রি-ইউনিওন স্পেশাল এপিসোডের শ্যুটিং শুরু হয়েছে। সিরিজের সাথে সংশ্লিষ্টদের ছবি এখন সোসাল মিডিয়াতে ভাইরাল টপিক। তবে, মজার ব্যাপার হচ্ছে, ফ্রেন্ডসের চরিত্রে ফিরবেন না এর শিল্পীরা, ফিরবেন বাস্তব জীবনের নিজেদের চরিত্র দিয়েই। এতোটুকুই এখন পর্যন্ত জানা গিয়েছে। 

আসছে ফ্রেন্ডস রিইউনিয়ন

ফ্রেন্ডসের পরিচিত মুখগুলো আরো একবার দর্শকের সামনে আসবেন। ২০২০ সালের মার্চের শুরুতে লাইভ অডিয়েন্সের সামনে এই বিশেষ পর্বের শুরু হওয়ার কথা থাকলেও বিশ্বব্যাপী মহামারীর প্রকোপে থমকে যায় এর কাজ। ফ্রেন্ডস রি-ইউনিওনের প্রথম খবরটি প্রকাশ করে দ্য হলিউড রিপোর্টার। তারা জানায়, ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন সহ ফ্রেন্ডসের প্রোডাকশন কোম্পানী, পরিবেশক সবাই মিলে একটি বিশেষ পর্বের পরিকল্পনা করছে। আর এটিকে রিলিজ দেয়া হবে ওয়ার্নার মিডিয়ার স্ট্রিমিং সার্ভিস এইচবিও ম্যাক্স এর লঞ্চ প্রোগ্রামে।

সাড়া জাগানো টিভি সিরিজ ফ্রেন্ডস

এরপর ২০২০ সালের ফ্রেব্রুয়ারীতে এইচবিও এই বিশেষ পর্বের কথা নিশ্চিত করে। প্রথমে তারা ঘোষণা করেছিলো যে পূর্বের ১০টি সিজনের ২৩৬টি এপিসোডসহ নতুন রিইউনিওন স্পেশাল পর্বটি রিলিজ দেয়া হবে। পরে মহামারীতে কাজ আটকে গেলে স্পেশাল পর্বটি ছাড়াই এইচবিও ম্যাক্স স্ট্রিমিং প্লাটফর্মে রিলিজ করা হয়। 

১৯৯৪ থেকে ২০০৪- ১০ বছরে ১০টি সিজন নিয়ে আমেরিকান সিটকম ফ্রেন্ডস দোর্দন্ড প্রতাপে টিকে আছে আজও। ডেভিড ক্রেইন আর মার্তা কফম্যান নির্মিত ‘ফ্রেন্ডস’ একটি আমেরিকান টেলিভিশন সিটকম। ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত এনবিসি নেটওয়ার্কে তুমুল জনপ্রিয় এই টেলিভিশন-সিরিজের ১০টি সিজন সম্প্রচারিত হয়। নিউইয়র্কের ম্যানহাটনে ৬ জন বন্ধুর দৈনন্দিন জীবনের রোজনামচাই হচ্ছে ফ্রেন্ডসের বিষয়বস্ত। জোয়ান থেকে বুড়ো, এখনো অনেকে ফ্রেন্ডস বলতে পাগল। এই বছরের শেষে ফ্রেন্ডসের বিশেষ এপিসোডটি এইচবিও ম্যাক্স স্ট্রিমিং প্লাটফর্মে রিলিজ করা হবে। আর এই বিশেষ পর্ব নিয়ে ভক্তদের মধ্যে চলছে তুমুল আলোচনা! 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা