দেশের সবচেয়ে মেধাবী নির্মাতাদের একজন তিনি, অথচ অনলাইন প্ল্যাটফর্মে দর্শকেরা এখনও পাননি ফারুকীকে। সেই অপেক্ষার অবসান ঘটছে, নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফারুকী নিজেই জানিয়েছেন এই কথা...

টিভির জন্য বিজ্ঞাপন বানিয়ে শুরু। এরপর মোস্তফা সরয়ার ফারুকী নাটক বানিয়েছেন টিভির জন্য, সিনেমা নির্মাণ করেছেন, একসময় ছোট পর্দা পুরোপুরি ছেড়ে দিয়ে বড় পর্দায় থিতু হয়েছেন। দেশের অন্যতম মেধাবী নির্মাতা তিনি, তাতে কোন সন্দেহই নেই। ইরফান খানের মতো অভিনেতা তার সিনেমায় অভিনয় করেন, গল্প শুনে আবার সহ-প্রযোজক হতেও রাজী হয়ে যান, নওয়াজউদ্দিন সিদ্দিকী থেকে কিংবদন্তী সুরকার এ আর রহমান- সবাই তার সিনেমায় কাজ করেন, বাংলাভাষী যে কোন পরিচালকের জন্যেই এটা বিরাট অর্জন। 

যুগ বদলেছে, বদলাচ্ছে চাহিদা। সময় এখন ওয়েব কন্টেন্টের। চারপাশে জয়জয়কার চলছে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মের, সেটা নেটফ্লিক্স হোক, অ্যামাজন প্রাইম হোক, কিংবা হোক হইচই অথবা সিনেম্যাটিক কিংবা ক'দিন বাদেই আত্মপ্রকাশ করতে যাওয়া চরকি। মোস্তফা সরয়ার ফারুকী যে ধরণের কাজ করেন, তার নির্মাণে যে বেপরোয়া ভাব আর স্বাধীনচেতা মনোভাবটা লুকিয়ে থাকে, সেটির জন্য ওয়েব প্ল্যাটফর্ম হতে পারে সবচেয়ে ভালো অপশন। অথচ ফারুকীকে এখনও ওটিটিতে দেখা যায়নি নির্মাতা হিসেবে। কয়েক দফায় গল্প ঠিকঠাক করার পরেও ব্যাটে-বলে হয়নি সবকিছু। 

কিন্ত অপেক্ষার প্রহর ফুরাচ্ছে দ্রুতই। ফারুকী নিজেই নিশ্চিত করেছেন এই খবর। প্রোজেক্টটা কি, গল্প কেমন, কারা থাকছেন, কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে- সেসব নিশ্চিত করেননি ফারুকী, তবে নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন, ওটিটিতে আসছেন তিনি। গোটা বিষয়টাকে ফারুকী বলেছেন নতুন করে প্রেমে পড়ার অনুভূতি অর্জনের মতোই! ফেসবুকে ফারুকী লিখেছেন-

"পরিবর্তন যে আসন্ন এটা আমরা গত কয়েকবছর ধরেই অনুভব করছিলাম! এবং সেই পরিবর্তনকে আলিঙ্গন করতে কোনো দ্বিধাও ছিলো না! এক সময় টিভির জন্য কাজ করতাম! তারপর থিয়েটারের জন্য সিনেমা বানানোর সুযোগ আসলো! এখন সারা দুনিয়া জুড়েই ওটিটি বড় পরিবর্তনের সূচনা করেছে! সারা দুনিয়ার ফিল্মমেকাররাই ওটিটি নিয়ে ভাবছে বা কাজ করছে! আমিও গত কয় বছর ধরেই এটার প্রস্তুতি নিচ্ছিলাম! তারপরও বেশ কয়টা বছর লেগে গেলো! লম্বা ডিলিড্যালি শেষে অবশেষে ওয়েবের জন্য আমার প্রথম কাজটা করতে যাচ্ছি! 

গত তিন বছর ধরে অনেকগুলো প্ল্যাটফর্মের সাথেই মিটিং হচ্ছিলো! কয়েকটা মিটিংয়ের পর গল্প লক করে ফেলেছিলাম, এরকমও হয়েছে বহুবার! তারপর কয়দিন পরে মনে হয়েছে, না, এই গল্পটা করতে চাইনা! অন্য কিছু করতে চাই! বলেই আবার পিছুটান! 

এইভাবে বহু গল্পের সম্ভাবনাকে খুন করে ফাইনালি একটা গল্পে এসে মন মজলো, মনে হলো এই গল্পটা আমার জন্য নতুন কিছু চ্যালেন্জ ছুঁড়ে দিতে পারছে! নতুন চ্যালেঞ্জ অনেকটা নতুন করে কারো প্রেমে পড়ার মতোই! প্রেমে পড়ার অনুভূতি না হইলে কাজ করে সুখ আর কি! 

গল্পের নাম, অভিনেতা-অভিনেত্রী, টেকনিক্যাল টিম, কোন প্ল্যাটফর্মের জন্য করছি, এইসবই আমরা সময় মত জানাবো! শুধু এইটুকু বলতে পারি গত প্রায় তিন মাস ধরে আমরা- আমরা মানে আমাদের কাস্ট এন্ড ক্রু টিম- মন-প্রাণ লাগিয়ে প্রস্তুতি নিচ্ছি এই কাজটার জন্য! কাজটা আপনাদের মনে ধরলেই আমাদের এই পরিশ্রম কাজে আসবে! উইশ আস লাক, ফোকস! প্রেমে তরী যেনো ঠিকমতো  বাইতে পারি!"

মেধাবী এই নির্মাতার দারুণ কোন কাজের সাক্ষী হবার অপেক্ষায় রইলাম আমরাও। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা