এখন নাটকের সঙ্গে যুক্ত হয়েছে ওয়েব প্লাটফর্ম, বেড়েছে শর্টফিল্ম নির্মানের প্রবনতা। আর এই নিয়েই এই ঈদে প্রচারিত নাটক, টেলিফিল্ম, শর্টফিল্ম, ওয়েব ফিকশন মিলে সেরা পাঁচ আলোচিত নির্মাতা ও অভিনয়শিল্পী নিয়ে এই বিশেষ আয়োজন সাজিয়েছেন হৃদয় সাহা।

ঈদের চাঁদের আগমনে ঝলমল করে উঠে নাট্যজগত। প্রতিটা ঈদ উৎসবকে কেন্দ্র করে অসংখ্য নাটক প্রচারিত হয় টিভিতে, তারকাদের ব্যস্ততা বেড়ে যায়। সময়ের আধুনিকতায় টিভি নাটকের পাশাপাশি এসেছে ইউটিউব, যা দিয়ে দর্শকদের কাছে একেবারে সরাসরি চলে যাওয়া যাচ্ছে, ভারতীয় কিংবা প্রবাসী দর্শকেরাও দেখতে পারেন। নাটকের সঙ্গে যুক্ত হয়েছে ওয়েব প্লাটফর্ম, বেড়েছে শর্টফিল্ম নির্মানের প্রবনতা। আর এই নিয়েই এই ঈদে প্রচারিত নাটক, টেলিফিল্ম, শর্টফিল্ম, ওয়েব ফিকশন মিলে সেরা পাঁচ আলোচিত নির্মাতা ও অভিনয়শিল্পী নিয়ে এই বিশেষ আয়োজন। 

সেরা পাঁচ আলোচিত নির্মাতা

ভিকি জাহেদ: এবারের ঈদ অন্যরকম হয়ে থাকবে সময়ের আলোচিত এই নির্মাতার জন্য । নিজেকে প্রমাণের জন্য যেন বড় সুযোগ পেয়েছিলেন, তার নির্মিত নাটক প্রচারিত হয়েছে মোট পাঁচটি। এরমধ্যে চিরকাল আজ ও পুনর্জন্ম রয়েছে দর্শক পছন্দের শীর্ষে, প্রায় সবাই কম বেশি তার নির্মান প্রশংসা করেছে, নাটকের শেষে চমক দেয়ার জন্য ইতিমধ্যেই সমাদৃত। কায়োকোবাদ ও প্রিয় আদনান এই দুইটি নাটক ও আলোচিত হয়েছে, তবে সেই তুলনায় দ্বিতীয় সূচনা পিছিয়ে ছিল। 

২. মিজানুর রহমান আরিয়ান: ভালোবাসার গল্পকথক খ্যাত এই জনপ্রিয় নির্মাতা এই ঈদে নিজেকে বেশ মেলে ধরেছেন। 'হ্যালো শুনছেন' এবার তার সবচেয়ে আলোচিত কাজ, প্রশংসা কুড়িয়েছে 'যদি কোনোদিন' ও 'যত্ন'। এর বাইরে তার তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল সাতটি শর্টফিল্ম, এর মধ্যে তিনি নিজে নির্মাণ করেন তিনটি। শর্টফিল্মগুলো হলো প্রেসক্রিপশন, নট আউট ও সময়। এছাড়া 'শুভ+নীলা' প্রচারিত হয়েছে, অনেকদিন আটকে থাকার পর আলোর মুখ দেখেছে 'ভাগ্যক্রমে' নাটকটি।

ভিকি জাহেদ ও মিজানুর রহমান আরিয়ান

কাজল আরেফিন অমি: সময়ের অন্যতম জনপ্রিয় এই নির্মাতা এই ঈদে টেলিফিল্ম বানিয়েছেন মাত্র দুইটি,  এই দুইটি নিয়েই ছিল দর্শকদের বেশ আগ্রহ। পারিবারিক ধারার 'আপন' এই ঈদের সেরা আলোচিত কাজগুলোর একটি, সবাই প্রশংসা করেছেন। এছাড়া হরর-কমেডি অদ-ভূত টেলিফিল্মটিও আলোচনায় ছিল এগিয়ে।

মাবরুর রশিদ বান্নাহ: প্রতি ঈদেই তিনি প্রচুর নাটক, টেলিফিল্ম বানান। এই ঈদে তারকাবহুল 'মায়ের ডাক' নির্মাণ করে বেশ আলোচিত হয়েছেন। এছাড়া সুইপার ম্যান, নিকষিত নাটকের প্রশংসা করেছেন অনেকেই। দ্য টিচার প্রচার হবার আগে থেকেই ছিল আলোচিত, অন্যান্য নাটকগুলো হলো কালাই, ফাত্রা। 

৫. মাহমুদুর রহমান হিমি: এই সময়ের অন্যতম ব্যস্ত নির্মাতা। এই ঈদে তার মোট ৬টি নাটক প্রচার হয়েছে। এরমধ্যে নারীকেন্দ্রিক 'আলো' বেশ আলোচিত হয়েছে, প্রশংসিত হয়েছে '২১ বছর পরে' নাটকটিও। আরো আছে ত্রিকোনমিতি, ভালোবাসার বটি কাবাব। 

প্রবীর রায় চৌধুরী এই  ঈদে নাটক বানিয়েছেন মাত্র একটি এটিই বেশ সমাদৃত হয়েছে দর্শক মহলে। তিনজন সিনিয়র অভিনেতাকে বহুদিন পর একত্রে করিয়েছিলেন তিনি, নাটকের নাম 'বাবা তোমাকে ভালোবাসি'। হালের ব্যস্ত নির্মাতা রুবেল হাসান এই ঈদ একটু অন্যরকম হয়ে থাকবে। অটিজম আক্রান্ত শিশুদের জন্মগ্রহণ নিয়ে ভুল ব্যাখা দেয়ার তার নির্মিত 'ঘটনা সত্য' নাটকটিকে নিষিদ্ধ করা হয়েছে, এর বাইরে মিস্টার এন্ড মিসেস চাপাবাজ, মোক্ষ,নানা বাড়ি, আগডুম বাগডুম, স্টোর রুম বানিয়েছেন। রাফাত মজুমদার রিংকু সমাদৃত হয়েছেন পারাপার, স্রোতের বিপরীতে নির্মাণ করে। শিহাব শাহীন এই ঈদে বেশ কিছু সংখ্যক নাটক বানাতে দেখা গেছে, তার মধ্যে প্লাস ফোর পয়েন্ট ফাইভ ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল এগিয়ে। আরো বানিয়েছেন রুনু ভাই, স্বামীর দশটা বদঅভ্যাস নাটকগুলো, তবে নিজের মান বজায় রাখতে পারেননি। 

এছাড়া অন্যান্য নির্মাতাদের মধ্যে সকাল আহমেদ (শেষ প্রান্তে, বদলে যাওয়া মানুষ), সঞ্জয় সমদ্দার (শোকসভা), মহিদুল মহিম (শনির দশা, চুমকি চলেছে), এস আর মজুমদার (মন দরিয়া) অন্যতম। বিশেষ করে বলতে হয় মনপাচিত্রের বাস্তবায়নে ১৪ জন নতুন নির্মাতার কথা, তারা নিজেদের প্রথম শর্টফিল্মেই মুগ্ধতা ছড়িয়েছে, প্রশংসিত হয়েছে তাদের নির্মানশৈলী।

সেরা পাঁচ আলোচিত অভিনেতা

আফরান নিশো: গত কয়েক বছর ধরেই ঈদ মানে জনপ্রিয় এই অভিনেতার বাজিমাৎ। গত ঈদে সেভাবে নাটকে অভিনয় করতে পারেননি, তবে এই ঈদে তিনি ফিরলেন রাজা হয়ে। বিশেষ করে চিরকাল আজ, পুনর্জন্ম, হ্যালো শুনছেন ও আপন নাটকগুলো যেমন সমাদৃত হয়েছে, তেমনই তার অভিনয়ের ও এসেছে ভূয়সী প্রশংসা। যদিও 'ঘটনা সত্য' নাটকের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন। 

এবারের ঈদের সেরা অভিনেতা নিশো

অপূর্ব: সময়ের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা গত ঈদের মত এই ঈদেও বেশ উজ্জ্বল বলা যায়। তার অভিনীত নাটকের মধ্যে যদি কোনোদিন, শোকসভা, ২১ বছর পরে বেশ প্রশংসিত হয়েছে, সমাদৃত হয়েছে তার অভিনয়। অন্যান্য নাটকের মধ্যে রুনু ভাই, শুভ+ নীলা, মন দরিয়া, শনির দশা, স্বামীর দশটা বদ অভ্যাস, ভাগ্যক্রমে- অন্যতম। তবে এই ঈদেও কোথাও যেন একটা অপ্রাপ্তি থেকে গেল। নির্মাতা ও গল্প নির্বাচনে আরও সচেতনতা আশা করছি। 

৩.তাহসান: এক সময়ের জনপ্রিয় গায়ক বেশ কয়েক বছর ধরে পুরোদস্তুর অভিনেতা, বেশ ব্যস্ত সময় কাটান অভিনয়ে। এই ঈদে তার চিরাচরিত ইমেজ ছেড়ে বেশ কিছু নাটক করেছেন। 'নিকষিত' তার সবচেয়ে প্রশংসিত নাটক, অন্যান্য নাটকের মধ্যে মায়ের ডাক, প্রিয় আদনান, পারাপার, মোক্ষ  নাটকগুলো বেশ আলোচিত হয়েছে। 

.মুশফিক আর ফারহান: সাম্প্রতিক সময়ের দর্শকদের কাছে আলোচিত অভিনেতা তিনি, ধীরে ধীরে গড়ে তুলছেন ভক্তকূল। এই ঈদে সুইপার ম্যান নাটকে চরিত্রকে বাস্তবিক করার জন্য তার প্রচেষ্টা সবার নজরে পড়েছে, নাটকটাও আলোচিত হয়েছে। তবে কেউ কেউ বলছেন তিনি চরিত্র প্রতিষ্ঠার জন্য যতটা একাগ্র থাকেন, অভিনয়ের ক্ষেত্রে সেই তুলনায় পিছিয়ে যান। এছাড়া তার অন্যান্য নাটকের মধ্যে স্যাক্রিফাইস, কালাই অন্যতম।

মনোজ প্রামাণিক: সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা, তবে এই ঈদে ছিলেন বিশেষ ভূমিকায়। তার তত্ত্বাবধানে চৌদ্দজন নতুন নির্মাতা বানিয়েছেন ১৪টি শর্টফিল্ম, যার মধ্যে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাউয়া ও নওমহল শর্টফিল্মে। এছাড়া পারাপার নাটকে খল ভূমিকায় অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন, টেলিভিশন ফিল্ম 'সাহসিকা'তেও ছিলেন খল ভূমিকায়। 'আলো' নাটকেও ছিলেন বেশ প্রানবন্ত।

গত ঈদে গরম ভাতের গন্ধ ও সম্প্রতি মহানগর ওয়েব সিরিজের ব্যাপক সাফল্যের পর ক্যারিয়ারে নতুন করে বসন্ত চলছে মোশাররফ করিমের। তাই এই ঈদে উনাকে নিয়ে প্রত্যাশা ছিল বেশি,তবে সেই তুলনায় আলোচনায় এসেছেন কম। বদলে যাওয়া মানুষ, শেষ প্রান্তে, আহ জীবন নাটক গুলোতে অভিনয় করেছেন দুর্দান্ত, কিন্তু অনলাইনে দেরিতে আসায় প্রত্যাশামাফিক সাড়া ফেলেনি। যমজ সিরিজ এইবার আসেনি, অনেকে খুশি হলেও প্রবাসী দর্শকেরা এটির অপেক্ষায় ছিলেন। ইউটিউব ভিউতে এগিয়ে আছে 'মাই নেম ইজ ফকির' নাটকটি। 

উদীয়মান অভিনেতা খায়রুল বাসার প্রশংসিত হয়েছেন সহজ সুন্দর ও নট আউট শর্টফিল্মে, যত্ন নাটকটিও বেশ সমাদৃত হয়েছে। আরেক জনপ্রিয় অভিনেতা জোভান, তারকাবহুল নাটক মায়ের ডাক ও বাবা তোমাকে ভালোবাসি নাটকে সমাদৃত হয়েছেন, সেই তুলনায় একক নায়কের নাটকগুলোতে ছাপ ফেলেছেন কম, তবে প্রানবন্ত ছিলেন। এছাড়া অন্যান্য অভিনেতাদের মধ্যে সোহেল মন্ডল (কাউয়া), অ্যালেন শুভ্র (জুজু, স্রোতের বিপরীতে), রাশেদ মামুন অপু (গ্যাঁড়াকল), ইরফান সাজ্জাদ (ঝিলিক, প্রক্সি), ইয়াশ রোহান (সেমিডেট), তৌসিফ মাহবুব (আমাদের বিয়ে), সজল ও রাফসান (দ্য টিচার), মিশু সাব্বির (লাশঘর) অন্যতম। 

জাহিদ হাসান ও চঞ্চল চৌধুরী একাধিক নাটকে অভিনয় করলেও আলোচিত বা প্রশংসিত নাটক করতে পারেনি। বিশেষ করে বলতে হয় ফজলুর রহমান বাবুর কথা, তাকে দেখা গেছে নিকষিত, বাবা তোমাকে ভালোবাসি, সুইপার ম্যান নাটকগুলোতে। তারিক আনাম খান প্রশংসিত হয়েছেন আপন টেলিফিল্ম। ইউটিউমার ওয়েব ফিল্মে নজর কেড়েছেন জিয়াউল হক পলাশ। 

সেরা পাঁচ আলোচিত অভিনেত্রী

মেহজাবীন চৌধুরী: বর্তমান নাট্য জগতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী তিনি। গত ঈদে যদিও লকডাউনের কারনে বিরতি নিয়েছিলেন, তবে এই ঈদে ফিরে এসেছেন সদর্পে। চিরকাল আজ নাটকে যে অভিনয় দেখিয়েছেন, তা অনেকদিন দর্শকদের মনে থাকবে। ক্যারিয়ারের অন্যতম সেরা এই কাজ ছাড়াও প্রশংসিত হয়েছে পুনর্জন্ম, যদি কোনোদিন নাটকগুলো। আলো নাটকের গল্প নিজেই লিখেছেন, এর বাইরে শনির দশা, মিস্টার এন্ড মিসেস চাপাবাজ, ভাগ্যক্রমে নাটকগুলো ছিল অন্যতম। তবে ঘটনা সত্য নাটকে অভিনয়ের জন্য বিরুপ প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল। 

মুগ্ধতার নাম মেহজাবীন

সাবিলা নূর: অদ-ভূত, শুক্রবার,  মোক্ষ, পারাপার, রুনু ভাই- এই পাঁচটি নাটক দেখলেই বোঝা যায় ধীরে ধীরে কিভাবে নিজেকে গড়ে তুলছেন সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। অভিনয়ের উন্নতি বেশ প্রশংসনীয়, নাটকগুলোও বেশ আলোচিত হয়েছে। এই ঈদে ছিল তার সবচেয়ে বেশি ব্যস্ততা। পারাপার নাটকের গল্প তারই লেখা।

তানজিন তিশা: 'হ্যালো শুনছেন' নাটকে তার পরিমিত অভিনয়ের প্রশংসা সবাই করেছেন, এটি এই ঈদের অন্যতম সেরা আলোচিত নাটক। টেলিভিশন ফিল্ম 'সাহসিকা' সহ কায়োকোবাদ, ব্যাঙের ছাতা, সব চরিত্র বাস্তব, এক মুঠো প্রেম নাটকগুলো কম বেশি আলোচিত হয়েছে।

৪. তাসনিয়া ফারিণ: সম্প্রতি লেডিস এন্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে অভিনয় করে দারুণ আলোচনায় ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। এই ঈদে অভিনয়ের প্রতিভা দেখিয়েছেন বিড়াল তপস্যা, ২১ বছর পরে, বাবা তোমাকে ভালোবাসি, আপন, মন দরিয়া, মায়ের ডাক, স্বামীর দশটি বদ অভ্যাস নাটকগুলোতে। বেশ আলোচিত হয়েছে এই কাজগুলো। 

জাকিয়া বারী মম: চলতি বছর এই গুণী অভিনেত্রীর ক্যারিয়ারে বিশেষ মাত্রা যোগ করে দিয়েছে। ওয়েব প্লাটফর্ম, সিনেমার পর টিভি নাটকেও হচ্ছেন প্রশংসিত। এই ঈদে তাকে দেখা গেছে ভেলকি, তুলা মীন মকর, বদলে যাওয়া মানুষ, শেষ প্রান্তে, মায়ের ডাকের মত আলোচিত নাটকগুলোত। ব্যাপ্তি যতটুকুই থাকুক, অভিনয়গুণে প্রশংসা আদায় করে নিয়েছেন। 

তিশাকে এবার কোনো ঈদ নাটকে দেখা যায়নি,টানা দেড় যুগের ক্যারিয়ারে এইবার ই বিরতি ঘটলো। তবে চরকিতে ঊণলৌকিক সিরিজে মিস প্রহেলিকা শর্টফিল্মে দেখা গেছে, উপস্থাপনা করেছেন দ্য বক্স সিজন থ্রিতে। বেশ বিরতির পর এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তারিন সমাদৃত হয়েছেন মধুচক্র, অনাত্মীয় দম্পতি নাটকে। 

শোকসভা নাটকে মুগ্ধ করেছেন মনিরা মিঠু

এছাড়া অন্যান্য অভিনেত্রীদের মধ্যে মৌটুসী বিশ্বাস (স্পটলাইট), শাহনাজ খুশী-তাসনুভা তিশা (আনোয়ারা মনোয়ারা), সাফা কবির (যত্ন, প্রেসক্রিপশন), স্পর্শিয়া (শুক্রবার), কেয়া পায়েল (শুভ+নীলা), তানভীন সুইটি (সাথী) সমাদৃত হয়েছেন। বিশেষ করে বলতে হয় মনিরা মিঠুর কথা, তিনি শোকসভা, ২১ বছর পরে, আপন নাটকগুলোতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা