মধ্যবিত্তের গল্প এত ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে দেখানোর জন্য আদনান আল রাজীবের প্রতি আজন্ম কৃতজ্ঞতা।

একটি উপন্যাস, নাটক বা সিনেমা তখনই আমাদের মন ছুঁয়ে যায় যখন আমরা নিজেদের সেই নাটক সিনেমা বা উপন্যাসে দেখতে পাই। যখন সেই উপন্যাস, নাটক বা সিনেমার চরিত্রকে আলাদা করে কোন চরিত্র মনে হয়না, বরং মনে হয় 'এটা তো আমি' বা 'আমার বাড়ির পাশের মানুষ'- ঠিক তখনই আমরা বলতে পারি সেই উপন্যাস, নাটক বা সিনেমার সৃষ্টি সার্থক।

যুগ অনেক পাল্টেছে। এখন পরিবারের সবার আর এক সাথে মিলে টিভির সামনে বসা হয় না, যেমনটা আমরা বসতাম হুমায়ূন আহমেদের সময়। কারণ তখন পুরো পরিবারকে আমরা টিভি সেটের ভেতরে দেখতে পারতাম। এখন আর সেটা পাই না। বাজেট কম থেকে শুরু করে কনটেন্ট নেই- হাজারটা অজুহাত আমাদের। কিন্তু আসলেই কি তাই? এর মাঝেও কি ভালো কাজ সম্ভব না?

ঠিক যেন আমাদের সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের প্রতিচ্ছবি

ভালো কাজের তাগিদেই সম্ভবত ছবিয়াল ২০০৫-এর পর আবার একসাথে এসেছিল ২০১৭ এর সেই ঈদে। ঈদের তৃতীয় দিন আদনান আল রাজীব তার নাটক 'বিকাল বেলার পাখি' দিয়ে চমকে দিয়েছিলেন দর্শকদের। চেনা মধ্যবিত্তের গল্প, যেকোনো মধ্যবিত্ত এই গল্পের সাথে অনেক বেশি পরিচিত। প্রতিদিন এইসব ঘটনার মাঝ দিয়ে আমাদের যেতে হয়েছে, হয়। পঁচা পাঙ্গাস মাছ, বাবাকে ভয় পাওয়া, বাবার ভয়ে বাসায় জুতা খুলে হাতে নিয়ে আসা, দরজায় বাবার বেল শুনে সবাই টিভির সামনে থেকে দৌড় দেয়া, ভাইবোনের ছোট ছোট খুনসুটি, যেই বাবাকে ভয় পাওয়া; যে বাবাকে অপছন্দ করা; সেই বাবাকে আবার যখন কেউ কটু কথা শোনায় তখন তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ইচ্ছামত মারা- এগুলোই তো ছিল আমাদের জীবনে! এগুলোই তো আমরা ছিলাম!

ফজলুর রহমান বাবুর অনবদ্য পারফরম্যান্স দেখেছি আমরা

সেই হারিয়ে যাওয়া 'আমরা'কেই আবার খুঁজে এনেছিলেন আদনান আল রাজীব। মধ্যবিত্ত বাবার ক্যারেক্টারটা ফজলুর রহমান বাবু ছাড়া মনে হয় না এত অসাধারণভাবে আর কেউ ফুটিয়ে তুলতে পারতো। কী যে দুর্ধর্ষ অভিনেতা এই মানুষটা! দিনদিন মুগ্ধ করে চলেছেন সমানে। অ্যালেন শুভ্রও চমৎকার কাজ করেছিলেন। চোখ ভিজিয়েছিল নাম না জানা ছোট্ট মেয়েটার অভিনয়। ইলোরা গহরকে অনেকদিন পর এত সুন্দর একটা রোল করতে দেখেছিলাম। আলাদা করে আরাফাত মহসিনের সঙ্গীতের প্রশংসা না করলেই নয়।

মধ্যবিত্তের সবচেয়ে বড় অপরাধ মধ্যবিত্ত হয়ে জন্ম নেয়া। এরপরে মধ্যবিত্ত স্বপ্ন দেখে, ভালোবাসে, ভালবাসতে অনেক ইচ্ছে করে তার। পরিচালকের ভাষায় 'সংসার তুচ্ছতার খেলা, ভালোবাসা তার একমাত্র ভেলা'। সেই মধ্যবিত্তের গল্প এত ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে দেখানোর জন্য আদনান আল রাজীবের প্রতি আজন্ম কৃতজ্ঞতা।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা