নেটফ্লিক্সের স্পিনঅফ 'বার্লিন' এও যে দুর্দান্ত অভিনয় করবেন পেদ্রো অ্যালোন্সো, সে একপ্রকার নিশ্চিত। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বার্লিনের ব্যাকস্টোরির পাশাপাশি 'প্রফেসর' এর ব্যাকস্টোরিও ক্লিয়ার করা হবে এখানে। দুই ভাই কীভাবে সময়ের ফেরে এরকম প্রখর অপরাধী হয়ে উঠলো, সেটার বেশ রোমাঞ্চকর এক আখ্যানই এখানে পাওয়া যাবে বলে বিশ্বাস!
নেটফ্লিক্সের জনপ্রিয় শো 'মানি হাইস্ট' দেখেছেন অথচ 'বার্লিন' চরিত্রটিকে পছন্দ না, এরকম মানু্ষ খুঁজলে বোধহয় একজনও পাওয়া যাবে না। 'মানি হাইস্ট' এর দ্বিতীয় সিজনের শেষাংশে এসে বার্লিন মারা গেলেও, দর্শকদের প্রবল চাহিদার মুখে তাকে প্রতি সিজনেই আনতে হয়েছে ফ্ল্যাশব্যাকে। যদিও ফ্ল্যাশব্যাকের এই ক্যামিও পারফরম্যান্স আর বেশিদিন থাকবে না। 'মানি হাইস্ট' নিজেও চলে এসেছে শেষবেলায়। সিজন ফিনালের শেষ কিস্তি মুক্তি পাচ্ছে আগামীকাল। পড়ন্ত বেলার এই সময়ে এসে 'মানি হাইস্ট' এর দর্শকেরা যখন পাণ্ডুর মুখে স্থির, তখনই জানা গেলো, সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্র 'বার্লিন' ওরফে আন্দ্রেস দে ফোনোলোসা কে নিয়ে স্পিনঅফ সিরিজ বানাবে নেটফ্লিক্স। যেখানে দেখানো হবে বার্লিনের অতীত আখ্যান। বার্লিনের ক্রমশ বার্লিন হয়ে ওঠার গল্প প্রাধান্য পাবে যে নির্মাণে।
'লা কাসা দে পাপেল' শুরু হওয়ার পর থেকেই প্রফেসরের পাশাপাশি পাল্লা দিয়ে যে চরিত্রটি জনপ্রিয় হয়েছিলো, সে চরিত্রটি বার্লিন। প্রফেসরের সাথে চারিত্রিক বৈশিষ্ট্যে তার তীব্র অমিল। তবুও দুই ভাইয়ের রসায়ন ছিলো চমৎকার। একসাথে ব্যাঙ্ক ডাকাতির পরিকল্পনা থেকে 'বেলা চাও' গান এর সাথে গলা মেলানো...দুই ভাইয়ের গভীর সম্পর্কের টুকরো টুকরো চিরকুট মাঝেমধ্যেই পেয়েছে দর্শক। 'বার্লিন' চরিত্রটি বিপরীতমুখী বৈশিষ্ট্যের এক অদ্ভুত সংমিশ্রণও। দুরারোগ্য ব্যাধিগ্রস্ত হবার পাশাপাশি সে যৌন নির্যাতক, হিংস্র, সাইকোপ্যাথ। আবার তারই আছে নেতৃত্ব দেয়ার চমৎকার গুণ। মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি বিবেচনায় সে অজস্রবার নিয়েছে যথাযোগ্য সিদ্ধান্ত। দলকে একাট্টা করে রেখেছে প্রখর নেতৃত্বের বলয়ে। প্রকৃত নেতার মতন আত্মত্যাগের গল্পও আছে তার। যেভাবে নিজের দলের মানুষকে বাঁচাতে সে বুক পেতে দিয়েছিলো বুলেটের সামনে, সে ঘটনাও বেশ বীরোচিত। এসব কারণের মিলিত ফলশ্রুতিতেই 'বার্লিন' ক্রমশ রূপান্তরিত হয়েছে এই সিরিজের অন্যতম জনপ্রিয় ও আলোচিত এক চরিত্রে।
দ্বিতীয় সিজনে তার অপ্রত্যাশিত মৃত্যু কেউই সেভাবে মেনে নিতে পারেনি। দর্শকের প্রবল চাহিদার মুখে তাই নির্মাতার ফ্ল্যাশব্যাকে বারবারই এসেছে বার্লিন। কখনো প্রেমিকা তাতিয়ানার সাথে প্রণয় ও বিবাহের ফ্ল্যাশব্যাকে, কখনো 'ব্যাংক অব স্পেন' এর ডাকাতির পরিকল্পনায় কিংবা কখনো ছেলে রাফায়েলের সাথে মিউজিয়াম থেকে জিনিসপত্র উধাও করার মিশনে...বার্লিন ক্ষণেক্ষণেই ফিরেছেন পর্দায়। রঙ ছড়িয়েছেন গল্পে। সেই তুমুল জনপ্রিয় বর্ণময় 'বার্লিন'কে নিয়ে যখন আস্ত একটি সিরিজ বানানোর ঘোষণা দেয় নেটফ্লিক্স, সেটি যে দর্শকদের জন্যে 'মেঘ না চাইতেও বৃষ্টি'র সামিল, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না মোটেও।
'বার্লিন' চরিত্রটি নিয়ে এত কথা বলার ফাঁকে এই চরিত্রকে জীবন্ত করেছেন যে মানুষটি, তার কথাও বলা উচিত। 'বার্লিন' চরিত্রে দুর্দান্ত অভিনয় করে রাতারাতি 'গ্লোবাল স্টার' এর তকমা পেয়েছিলেম পেদ্রো গনজালেস অ্যালোন্সো। যিনি 'পেদ্রো অ্যালোন্সো' নামেই বেশি পরিচিত। স্পেনে জন্মগ্রহণ করা এ মানুষটি পড়াশোনা করেছেন মাদ্রিদের রয়্যাল স্কুল অব ড্রামাটিক আর্টস থেকে। অভিনয়ের পাশাপাশি লেখালেখি, নির্মাণ...সবকিছুর সাথেই যুক্ত তিনি। সব্যসাচী এ মানুষটি স্প্যানিশ, ইংরেজির সাথে আরো কয়েকটি ভাষাতেও সমান পারদর্শী। অ্যালোন্সো 'লা কাসা দে পাপেল' এর আগে কাজ করেছিলেন হিস্টোরিক্যাল ড্রামা সিরিজ 'গ্রান হোটেল' এ। সেখানে দিয়েগো মুরকিয়া চরিত্রেও অনবদ্য অভিনয় ছিলো তার!
নেটফ্লিক্সের স্পিনঅফ 'বার্লিন'এও দুর্দান্ত অভিনয় করবেন পেদ্রো অ্যালোন্সো, সে একপ্রকার নিশ্চিত। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বার্লিনের ব্যাকস্টোরির পাশাপাশি 'প্রফেসর' এর ব্যাকস্টোরিও ক্লিয়ার করা হবে এখানে। দুই ভাই কীভাবে সময়ের ফেরে এরকম প্রখর অপরাধী হয়ে উঠলো, সেটার বেশ রোমাঞ্চকর এক আখ্যানই এখানে পাওয়া যাবে বলে বিশ্বাস। 'বার্লিন' যেরকম বর্ণময় এক চরিত্র, বার্লিনের স্পিনঅফ নিয়ে তাই আশাবাদী হওয়াটা তীব্রভাবে প্রাসঙ্গিকও। সে কারণেই প্রত্যাশার পারদ গগনচুম্বী। বাকিটা ক্রমশ প্রকাশ্য।