
'ইউ গট দ্য লুক' প্রতিযোগীতা দিয়ে শুরু হয়েছিল যাত্রা, সেই অপূর্ব আজ প্রযোজক এবং পরিচালকদের কাছে অপূর্ব অন্যতম ভরসার জায়গা৷ নিজের অভিনয় দক্ষতা, পরিশ্রম এবং অভিনয়ের প্রতি ভালোবাসাই তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে...
এই সময়ের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এই সময়ে যে কয়জন অভিনেতা ছোট পর্দায় রাজত্ব করছেন স্টারডম দিয়ে তাদের মধ্যে তিনি একজন। প্রযোজক এবং পরিচালকদের কাছে অপূর্ব অন্যতম ভরসার জায়গা৷ নিজের অভিনয় দক্ষতা, পরিশ্রম এবং অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে। ইন্ডাস্ট্রিতে “বড় ছেলে” নামেও বিশেষায়িত করা হয়ে থাকে এই তারকা অভিনেতাকে। দেখতে দেখতে ছোটপর্দায় অতিবাহিত করেছেন ১৫টি বছর। আজ টেলিভিশনের এই জনপ্রিয় ‘রোমান্টিক কিং’ খ্যাত অভিনেতার জন্মদিন।
২০০৪ সালে ‘ইউ গট দ্যা লুক’ প্রতিযোগিতায় অপূর্ব বেস্ট হেয়ার খেতাব জয় করেছিলেন। অমিতাভ রেজার নির্দেশনায় তিনি প্রথম নেসক্যাফের বিজ্ঞাপনে মডেল হন। অভিনেতা হিসেবে অপূর্ব’র যাত্রা শুরু হয়েছিলো ২০০৬ সালে গাজী রাকায়েতের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘বৈবাহিক’এ অভিনয়ের মধ্যদিয়ে। তবে তার অভিনীত প্রচারিত প্রথম খণ্ড নাটক চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কথা ছিলো অন্যরকম’। অনেকেই জানেন না যে, ২০১১ সালে ‘ব্যাকডেটেড’ নামে একটি নাটক পরিচালনাও করেছেন অপূর্ব। এছাড়া শিহাব শাহীনের পরিচালনায় ‘ভালোবাসার চতুস্কোন’ ধারাবাহিক নাটকের শিরোনাম গানটি অপূর্ব নিজেই গেয়েছিলেন।
গাজী রাকায়েতের মাধ্যমে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আগমন হলেও সেই অর্থে তাকে জনপ্রিয় তারকার সারিতে নিয়ে আসেন চয়নিকা চৌধুরী। রোমান্টিক ঘরানার নাটকে অপূর্ব সফলতা পান তার হাত ধরেই। তাকে নিয়ে ১৬০টির মতো নাটক নির্মান করেন চয়নিকা চৌধুরী। তবে অভিনেতা হিসেবে ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট ‘রমিজের আয়না’। চয়নিকা চৌধুরী যে অপূর্বকে সফল অভিনেতার খেতাব এনে দিয়েছিলেন শিহাব শাহীন তাকে সেই জায়গা থেকে আরো অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এই সময়ে এসে মিজানুর রহমান আরিয়ান বা সঞ্জয় সমাদ্দাররা সেই অপূর্বকেই আরো শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করছেন প্রতিনিয়ত।

অভিনয় জীবনে পরিচিতি এবং সফলতা আসার মাঝেই প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতন তার ক্যারিয়ারেও এসে পড়েছিলো কিছু সময়ের জন্য। তবে ততোদিনে অপূর্ব শিখে গিয়েছেন রিল লাইফ এবং রিয়েল লাইফের মাঝে একটা লাইন টেনে রাখতে হবে। তিনিও তাই করেছিলেন। কাজ এবং শুধু কাজের মধ্যেই ডুবিয়ে রেখেছিলেন নিজেকে। সেই একাগ্রতা এবং ডেডিকেশন সুফল এনে দিয়েছিলো। এবং ২০১৭ সালে এই নিষ্ঠা এবং পরিশ্রমের যে বদল নিয়ে এসেছিলো অভিনেতা অপূর্বর ক্যারিয়ারে পুরোপুরিভাবে বদলে দিয়েছিলো টেলিভিশন ইন্ডাস্ট্রির অনেক সমীকরণ। আর এই বদলের নাম ‘বড় ছেলে’। এই নাটকের পর রীতিমতো টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম সেরা জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
এরপরের গল্পটা শুধুই এগিয়ে যাবার। এর মধ্যে আমাদের বিনোদনের নানা সংজ্ঞাও বদল হয়েছে। টেলিভিশন নাটক এখন টিভি সেটের চেয়ে বেশি দেখা হয় মোবাইলে ইউটিউবের বদৌলতে। আর এই মাধ্যমে যে কয়জন অভিনেতা এবং অভিনেত্রী জনপ্রিয়তার নয়া নয়া রেকর্ড করে যাচ্ছেন তাদের মাঝে এগিয়ে থাকবেন অপূর্ব। অভিনেতা হিসেবে ইউটিউবে তার ১০০টি নাটক ৫ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এর থেকেই অনুমান করা যায় এই সময়ে অপূর্ব কতোটা জনপ্রিয়!! এমনকি মুক্তসংস্কৃতির এই সময়ে ইউটিউবের কারনে পাশের দেশ ভারতের বাংলাভাষী দর্শকদের কাছেও এখন জনপ্রিয় তিনি। পুরস্কার যেকোনো কাজের স্বীকৃতি। প্রতিটি সেক্টরের সবাই কাজের স্বীকৃতি চায়, শিল্পীরাও তার ব্যতিক্রম নয়। অভিনয় জগতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি পেয়েছেন মেরিল প্রথম আলো, আরটিভি স্টার এওয়ার্ড সহ বেশকিছু দেশসেরা পুরস্কার।
এই ১৫ বছরের ক্যারিয়ারে তিনি কাজ করেছেন তারিন, অপি করিম, শ্রাবন্তী, তিশা, পূর্ণিমা, মম, তানজিন তিশা, সাবিলা নূর, কেয়া পায়েল, মিথিলা, জেনী, সাফা কবির, তাসনিয়া ফারিন, কেয়া পায়েল সহ অসংখ্য অভিনেত্রীর সাথে। জনপ্রিয় অভিনেত্রী তারিনের সাথে জুটি অসাধারণ সাড়া ফেলেছিলো একটা সময়। তারপর আরেক গুনী অভিনেত্রী তিশার সাথেও জুটি হিসেবে জনপ্রিয় হচ্ছিলেন তিনি, তবে সেটা হয়ে উঠেনি। দীর্ঘ প্রায় ১৩ বছর পরে আবারো এই ঈদে তারা জুটি হিসেবে হাজির হয়েছেন। তবে আক্ষরিক অর্থে অপূর্বর অভিনয় জীবনে সবচেয়ে জনপ্রিয় জুটি গড়ে উঠে মেহজাবীনের সাথে। ‘বড় ছেলে’ নাটক তাদের ক্যারিয়ারের মোড় ঘুড়িয়ে দিয়েছিলো এটা যেমন সত্য তেমনি জুটি হিসেবেও তারা পেয়েছিলেন অফুরন্ত ভালোবাসা।
২০০৬ সালের সেই নবাগত অভিনেতাটি নিজের কঠোর পরিশ্রম এবং অভিনয়ের প্রতি দায়বদ্ধতা নিয়ে দিন দিন তার জনপ্রিয়তা বাড়িয়েই যাচ্ছেন প্রতিনিয়ত। তবে অপূর্বর প্রতি একটা প্রশ্ন বরাবরই লক্ষ্য করা যায় যে, তিনি রোমান্টিক ঘরানার বাইরে ভিন্নধর্মী গল্পে কাজ করেন না বা করলেও সেটা সংখ্যায় অনেক কম। যদিও সাম্প্রতিক সময়ে এই অভিযোগের উত্তর তিনি দিয়েছেন ওয়েব সিরিজ ‘ট্রল’ এর মাধ্যমে। থ্রিলারধর্মী এই কনটেন্টে তার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। এছাড়া গত ঈদের ব্লাড, অহং, ব্রেকিং নিউজ এই লিস্টে জায়গা করে নবে নিঃসন্দেহে। এই সময়ের আরেক জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর সাথে তার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অনেক গুঞ্জন যে আসলে শুধুই গুঞ্জন তার প্রমান তারা দুজনেই নানা সময় দিয়ে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বন্ধুত্ব এবং ভালো সম্পর্কের উদাহরণ হিসেবে বিভিন্ন সময় নানা ছবি শেয়ার করেন তারা।

২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস” নামক একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমায় তার অভিনয় আলোচিত হলেও তিনি পরবর্তীতে আর কোনো সিনেমায় অভিনয় করেননি। তবে কিছুদিন আগে শিহাব শাহীনের পরিচালনায় ওয়েবফিল্ম ‘যদি কিন্তু তবুও’তে দেখা গেছে তাকে নুসরাত ফারিয়ার সাথে। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ দেয়া হয়েছে এই ওয়েবফিল্মটি। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ভালো গল্প, পরিচালক, এবং চিত্রনাট্য পেলে আবারো সিনেমায় দেখা মিলবে তার। বিনোদনের নতুন মাধ্যম ওটিটিতে সামনে ব্যতিক্রমী গল্প এবং চরিত্র নিয়ে হাজির হবেন এটা আশা করা যায়। অভিনয়ের পাশাপাশি একটি রেস্টুরেন্ট ব্যবসা এবং ছেলেদের একটি লাইফস্টাইল পোষাক ব্র্যান্ড এর সাথেও নিজেকে যুক্ত করেছেন তিনি।
এক্স ফ্যাক্টর, শিশির বিন্দু, ধূলোমেঘের জোস্নাভ্রমণ, রমিজের আয়না, বন্ধু আমার, তোমার কাছেই যাবো, ভালোবাসার পঙক্তিমালা, ইট কাঠের খাঁচা, জানবেনা কোনোদিন, নীল প্রজাপতি, কফি হাউজ, শেষ প্রান্তে, দ্বিতীয় কৈশোর, বিনি সুতোর টান, সংসার, হৃদয়হীনা, ব্যাচ-২৭, পাশের বাসার ছেলেটা, কথোপকথন, মার্চ মাসে শ্যুটিং সহ বেশকিছু নান্দনিক এবং জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।
ব্যক্তিজীবনে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সেই সংসারে এক পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। তবে কিছুদিন আগে বিচ্ছেদ হয়েছে তার স্ত্রীর সাথে। তবে অনেক বিচ্ছেদের মতো একে অন্যের প্রতি দোষ বা ভুল কিছু না বলে একে অন্যের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তারা। এখন অপূর্ব ব্যস্ত শুধুই অভিনয় নিয়ে৷ ভিন্নধর্মী কাজে নিজেকে উপস্থাপন করাই এখন তার মূল লক্ষ্য৷ টেলিভিশন নাটকের রোমান্টিক কিং উপাধির পাশাপাশি সামনের দিনে গুনী নির্মাতাদের সাথে ব্যতিক্রমী কনটেন্ট নিয়ে হাজির হবেন তিনি এটাই কামনা। জন্মদিনের অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইলো দেশের এই সময়ের আলোচিত এবং জনপ্রিয় অভিনেতা অপূর্বর জন্য।
ফিচার্ড ইমেজ- আতিক ফটোগ্রাফি