বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হচ্ছে অ্যানিমেটেড ফিল্ম
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

সাংবাদিক অজয় দাশগুপ্তের লেখা ‘মুজিব ভাই’ অবলম্বনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে অ্যানিমেটেড ফিল্ম। টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড ও হাইপারট্যাগ সল্যুশনস লিমিটেড যৌথভাবে চলচ্চিত্রটি নির্মাণ করবে। এই প্রকল্পের সঙ্গে আরও যুক্ত রয়েছেন বরেণ্য চিত্রশিল্পী ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য।
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্তের লেখা ‘মুজিব ভাই’ অবলম্বনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে অ্যানিমেটেড ফিল্ম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেইম ও এপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড ও হাইপারট্যাগ সল্যুশনস লিমিটেড যৌথভাবে চলচ্চিত্রটি নির্মাণ করবে এবং এই বছরেই দর্শকেরা সেটি উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ প্রকল্পের সঙ্গে আরো যুক্ত রয়েছেন বরেণ্য চিত্রশিল্পী ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য।
অজয় দাশগুপ্তের ‘মুজিব ভাই’ থেকে চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। আইসিটি বিভাগ থেকে এই বছরে মুক্তি দেয়ার কথা রয়েছে ৪০ মিনিট দৈর্ঘ্যের এই অ্যানিমেটেড চলচ্চিত্রে- নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ফিল্মটি সম্পর্কে অজয় দাশগুপ্ত জানান, “চলচ্চিত্রে বঙ্গবন্ধুর তরুণ বয়স থেকে মুজিব ভাই হয়ে উঠার কাহিনী তুলে আনার প্রয়াস চলছে।” বঙ্গবন্ধুর লেখা তিনটি বই ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়া চীন’, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে প্রকাশিত ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ অবলম্বনে ও কয়েকজনের সাক্ষাতকারের ভিত্তিতে ‘মুজিব ভাই’ রচনা করেছেন অজয় দাশগুপ্ত আর সেটি ঘীরেই গড়ে উঠবে এনিম্যাটেড ফিল্মটি। ।
এনিম্যাটেড ফিল্মটির ডায়লগ, দৃশ্যায়ন, বঙ্গবন্ধুর কস্টিউম, আবাসস্থল-ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য সিনেমটির সাথে সংশ্লিস্ট সকলকে নিয়ে দুই সপ্তাহ আগে রাজধানীর বেসিস অডিটোরিয়ামে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল।
উল্লেখ্য, পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে নির্মিত হচ্ছে আরেকটি পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র। এই চলচ্চিত্রটিও এই বছর মুক্তির কথা রয়েছে।