জনি ডেপ-অ্যাম্বার হার্ড এর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন প্রভাব ফেলেছে তাদের ক্যারিয়ারেও। “ফ্যান্টাসটিক বিস্ট” থেকে বাদ পড়া, পাইরেটস অব দি ক্যারিবিয়ানে থাকা-না থাকা নিয়ে অনিশ্চয়তা- জনি ডেপের ভক্তরা ভগ্ন হৃদয়ে দিন পার করছেন। বাদ পড়ার মিছিলে জনি ডেপ একা নন, অ্যাম্বারের ক্যারিয়ারেও নেমে আসছে অন্ধকার- বাদ পড়তে পারেন ওয়ার্নার ব্রাদার্সের অ্যাকুয়াম্যান টু থেকে!

জনি ডেপ-আম্বার হার্ড এর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন প্রভাব ফেলেছে তাদের ক্যারিয়ারেও। 'ফ্যান্টাসটিক বিস্ট' থেকে বাদ পড়া, পাইরেটস অব দি ক্যারিবিয়ানে থাকা-না থাকা নিয়ে অনিশ্চয়তা- জনি ডেপের ভক্তরা ভগ্ন হৃদয়ে দিন পার করছেন। বাদ পড়ার মিছিলে জনি ডেপ একা নন, অ্যাম্বারের ক্যারিয়ারেও নেমে আসছে অন্ধকার- বাদ পড়তে পারেন ওয়ার্নার ব্রাদার্সের অ্যাকুয়াম্যান টু থেকে। 

জনি ডেপ ও অ্যাম্বার হার্ড

জনি ডেপ আর আম্বার হার্ড এর মধ্যে সম্পর্ক ভেঙ্গে গেছে বেশ কিছুদিন। জনি ডেপের বিরুদ্ধে মামলা করে অ্যাম্বার হার্ড লন্ডনে জয়লাভও করেছেন কিন্ত তাদের মধ্যকার ভাঙ্গা সম্পর্কের জের তাদের ক্যারিয়ারের উপর যেন চেপে বসেছে সিন্দাবাদের ভূতের মতো। ডিসির সুপারহিরো ফিল্ম অ্যাকুয়াম্যানে মিরা চরিত্রে দারুণ জনপ্রিয় হন আম্বার হার্ড । বিভিন্ন সুত্রে জানা গেছে, জেমস ওয়ানের এই সিনেমা থেকে বাদ পড়েছেন অ্যাম্বার হার্ড। 

একটি ইউটিউব চ্যানেল “পপকর্ন্ড প্লানেট” এবং আরেকটি অস্ট্রেলিয়ান ওয়েবসাইট “সসেজ রোল” মারফত জানা গেছে, ওয়ার্নার ব্রাদার্সের সাথে করা চুক্তির  “Health and Fitness Clauses” ভঙ্গ করেছেন অ্যাম্বার হার্ড। এইজন্য তিনি বাদ পড়েছেন বলে দাবী করেছে এই দুটি সুত্র। বলে রাখা ভালো, অ্যাকুয়াম্যান টু এর শ্যুটিং অস্ট্রেলিয়াতে। তাই অস্ট্রেলিয়ার কোনো ওয়েবসাইট যখন এই খবর নিশ্চিত করে, তখন নড়েচড়ে বসতে হয়। আরো জানা গেছে, ওয়ার্নার ব্রাদার্স অ্যাম্বারের বিকল্প খুঁজছে মরিয়া হয়ে, জেসন মোমোয়ার সঙ্গী কে হবে, সেটিই এখন সোস্যাল মিডিয়ার অন্যতম গসিপ। বলে রাখা ভালো, জনি ডেপের সাথে ঘটনার পরবর্তী জেরে অনলাইনে প্রায় ২০ লক্ষ মানুষের পিটিশন করেছেন যেন আম্বার হার্ডকে অ্যাকুয়াম্যান থেকে বাদ দেয়া হয়। 

অ্যাকুয়াম্যানের পোস্টার

২০১৮ সালে অ্যাকুয়াম্যানের প্রথম কিস্তির প্রিমিয়ার হয় লন্ডনে এবং ঐ বছরে যুক্তরাষ্ট্রে মুক্তি দেয়া হয়। বিশ্বব্যাপী রেকর্ড ১.১৪৮ বিলিয়ন ডলার তুলে আনে ধুন্ধুমার অ্যাকশনে ঠাসা এই সিনেমাটি। এখন পর্যন্ত ডিসি কমিক্সের কোনো চরিত্রের ওপর নির্মিত ফিল্মের সর্বোচ্চ আয় এটি। ২০১৮ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যেও আয়ের দিক থেকে ৫ম স্থান অধিকার করা ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের এই সুপারহিরো চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তি আসছে ২০২২ সালের ডিসেম্বর মাসে।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা