আবু হুরায়রা তানভীর: আগামীর অমিত সম্ভাবনা
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
গহীন বালুচরের পর অনেক সিনেমার প্রস্তাব পেলেও করা হয়নি কোনটাই। কারন শুধু কাজের সংখ্যা বাড়ানোর জন্য করতে হবে এমন কাজ করার পক্ষে তিনি কোনোকালেই ছিলেন না, এখনও নেই...
কঠিন সময় পার করা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এই সময়ে এসে যে কয়েকজন নতুন অভিনেতা তাদের কাজ, দক্ষতা, ডেডিকেশন দিয়ে ইন্ডাস্ট্রিতে আলাদা একটা আস্থার জায়গা করে নিয়েছেন তাদের মধ্য আলোচিত একটি নাম আবু হুরায়রা তানভীর। বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমার মাধ্যমে ২০১৭ সালে বড়পর্দায় অভিষিক্ত হয়েছিলেন অভিনেতা আবু হুরায়রা তানভীর। অভিষেকের তিন বছর পরে সাম্প্রতিক সময়ে এসে বেশ কয়েকটি আলোচিত এবং ব্যতিক্রমী সিনেমা এবং ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এই দক্ষ নবীন অভিনেতাকে নিয়েই আমাদের আজকের এই আয়োজন।
টেলিভিশন বিজ্ঞাপনের কাজ দিয়ে মিডিয়াতে যাত্রা শুরু করেছিলেন তানভীর। দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল কোম্পানি বাংলালিংকের বিজ্ঞাপন দিয়ে সবার মনোযোগ কেড়েছিলেন তানভীর। পরবর্তীতে আরো কিছু টিভি কমার্শিয়ালে কাজ করেন তিনি। তবে বাংলালিংকের ‘বারো রকম মানুষের তেরো রকম চাহিদা’ নামক একটি কমার্শিয়লে তার একটি ডায়লগ বেশ সাড়া জাগিয়েছিলো। মূলত এই বিজ্ঞাপনটি তার ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট বলে মনে করেন তিনি নিজেও।
পরবর্তীতে মডেলিং ক্যারিয়ার সামলানোর সময়েই বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ সিনেমায় কাজ করার সুযোগ পান। অনেক অফার থাকার পরেও ২০১৭ সালে ‘গহীন বালুচর’ মুক্তির পর একটা বিরতি নেন তিনি। ২০১৮ সালে হাতেগোনা কিছু টিভি ফিকশনে কাজ করেন তানভীর। তবে ২০১৯ সালে এসে প্রায় ৩০/৪০ টি টিভি ফিকশনে কাজ করেন তিনি। এর মাঝে অনেক সিনেমা নিয়ে কথা হলেও চূড়ান্তভাবে করা হয়নি কোনটাই। কারন শুধু কাজের সংখ্যা বাড়ানোর জন্য করতে হবে এমন কাজ করার পক্ষে তিনি কোনোকালেই ছিলেন না, এখনো নেই। তাই ক্যারিয়ারে কাজের সংখ্যা কম হলেও সামনের সময়ে বেশকিছু ব্যতিক্রমী এবং ভিন্নধর্মী কন্টেন্টে দেখা যাবে এই সম্ভাবনাময় তরুনকে।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা “রাত জাগা ফুল” এ অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। সিনেমাটির চিত্রনাট্য এবং গল্প ভাবনায় ছিলেন মীর সাব্বির নিজেই। সিনেমাটি ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান লাভ করে। ভিন্নধর্মী এক গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় দারুণ একটি চরিত্রে অভিনয় করেছেন তানভীর। সাথে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ খ্যাত ঐশী। সিনেমার পুরো কাজ শেষ হয়েছে।
গতবছর শ্যুটিং শেষ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির জন্য প্রথমবার গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। খুলনা এবং পার্শ্ববর্তী নানা এলাকা এবং লঞ্চে সিনেমার শ্যুটিং সম্পন্ন করা হয়েছে। সিয়াম আহমেদ এবং পরীমনির সাথে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে তানভীরের। সিনেমার গল্প এবং নিজের চরিত্র সব মিলিয়ে দর্শকদের কাছ থেকে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ প্রশংসা এবং আলোচনা পাবে বলে মনে করেন তিনি।
গতবছর নভেম্বরে শুরু করেছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে নির্মিতব্য ‘প্রীতিলতা’ সিনেমার। এটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। সিনেমাটির কেন্দ্রীয় ‘প্রীতিলতা’ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি। এছাড়াও সিনেমাটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র ‘লীলা নাগ’ হিসেবে অভিনয় করছেন নন্দিত অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি। এবং এই সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ ‘ঋষি’ চরিত্রে অভিনয় করেছেন তানভীর।
এই সিনেমার শ্যুটিং শুরু করার পরে অভিজ্ঞতা শেয়ার করতে যেয়ে তানভীর জানান, ‘সত্যিকথা বলতে এই সিনেমার মাধ্যমে আমি অনেকদিন পরে পুরোপুরিভবে একটি সিনেমার আবহে কাজ করার অনুভূতি পাচ্ছি। আমার চরিত্র নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছিনা সিনেমার স্বার্থেই তবে আমার চরিত্রটি পুরো সিনেমায় আলাদা একটি স্বতন্ত্রতা ধরে রাখবে। আমি গল্প এবং চিত্রনাট্য পড়েই রাজি হয়েছি, দর্শকেরাও হতাশ হবেন না। এতো আগের একটি কাহিনী সেলুলয়েডে সত্যতার সাথেই তুলে ধরা হবে যা আমাদের সিনেমার ইতিহাসে একটি আলাদা জায়গা করে নিবে বলেই আমার বিশ্বাস।’
করোনার কারনে পিছিয়ে গেছে সৈকত নাসিরের পরিচালনায় “আকবর- ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা” সিনেমার কাজ। সাসপেন্সে ভরপুর এই সিনেমায় প্রথমবারের মতো একটি শক্তিশালী নেগেটিভ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তানভীরের।এই প্রসঙ্গে তানভীর জানান, সিনেমাটির গল্প এবং চরিত্রে বেশ টুইস্ট রয়েছে। যেহেতু প্রথমবারের মতো নেগেটিভ চরিত্রে অভিনয় তাই প্রচুর প্রস্তুতি নিতে হয়েছে বলে জানান তিনি। ঢাকার গ্যাং কালচার নিয়ে সত্য ঘটনার আলোকে নির্মিতব্য এই সিনেমা অভিনয়ের অনেক স্কোপ আছে বলেই রাজি হয়েছেন এই কাজটি করতে। সিনেমায় ৯০ দশকের প্লটে ভিন্নধর্মী এক লুক নিয়েই হাজির হবেন তিনি দর্শকদের সামনে। তবে শ্যুটিং শুরু হচ্ছে কবে সেটা এখনো অফিশিয়াল ঘোষনা পাওয়া যায়নি।
এছাড়াও নন্দিত নির্মাতা মাসুম রেজার গল্পে রাসেল আহমেদের পরিচালনায় আলোচিত ‘স্টেশন’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এই সিনেমার লীড রোলে পুরোপুরি ভিন্ন এক রূপে সেলুলয়েডে হাজির হবেন তানভীর। সিনেমায় তার বিপরীতে আছেন আফ্রি। এই সিনেমাটি নিয়েও আশাবাদী তিনি। এছাড়া রেদোয়ান রহমানের পরিচালনায় ‘ফাদার’ সিনেমাটি নিয়েও আশাবাদী তিনি। এই সিনেমার গল্প, নির্মান, তার চরিত্র দর্শকদের মন জয় করবে বলেই মনে করেন তানভীর।
আরো কিছু সিনেমায় কাজের অফার থাকলেও এই মূহুর্তে করোনা পরিস্থিতি এবং সামগ্রিক নানা প্রেক্ষাপট চিন্তা করে এখনই কোনো কিছুই চূড়ান্ত করছেন না বলে জানিয়েছেন তিনি। তবে অফিসিয়াল ঘোষনা আসলে অবশ্যই ভক্তদের জানানো হবে বলে মন্তব্য করেছেন তিনি।
করোনাকালীন সময়ে এসে বিনোদনের একটি মাধ্যম হিসেবে অনলাইন বেইজড ওটিটি প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের সকলের মাঝে। তাই এই ইন্ডাস্ট্রির আরো অনেকের মতো একজন অভিনেতা হিসেবে এই প্ল্যাটফর্ম নিয়েও আশাবাদী তানভীর। এই বিষয়ে জানতে চাইলে তানভীর বলেন- ‘এটা আমাদের সকল কলাকুশলীদের জন্য কাজের স্কোপ নিয়ে এসেছে। বিশ্বের যেকোন প্রান্তের বাংলাভাষী দর্শক আমাদের কাজ দেখতে পাচ্ছেন। বেশকিছু ওয়েব সিরিজ ইতিমধ্যে প্রশংসা পেয়েছে।
তাই অভিনেতা হিসেবে ভিন্নধর্মী নানা কাজ করার যে সুযোগ অনলাইন প্ল্যাটফর্ম আমাদের দিচ্ছে সেটা অবশ্যই আমাদের জন্য আনন্দের। এরই ধারাবাহিকতায় নির্মাতা হাবীব শাকিলের পরিচালনায় ‘Kiss Of Judas’ নামক একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। এই সিরিজের লীড রোলে একেবারেই ভিন্ন রকম একটি চরিত্রে তানভীর নিজের সেরাটাই দিচ্ছেন। এক্সপেরিমেন্ট করার যে সুযোগ তিনি পেয়েছেন তা বেশ ভালোভাবেই কাজে লাগানোর কথাও জানিয়েছেন এই দক্ষ অভিনেতা। সবকিছু ঠিক থাকলে সামনে একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন তিনি বলেও জানিয়েছেন এই প্রতিভাবান অভিনেতা।
এছাড়া কিছুদিন আগে ‘আমারে দিয়া দিলাম তোমারে’ নামের একটি আলোচিত মিউজিক ভিডিওতেও তাকে দেখা গেছে। এর আগে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খানের একটি গান নিয়ে নির্মিত একটি মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো কাজ করেন তিনি। পরবর্তীতে ‘আমারে দিয়া দিলাম তোমারে’ গানটির কনসেপ্ট, সুর-গান, নির্মান সবকিছু শোনার পর পজিটিভ একটা ভাইভ আসার কারনে কাজটি করতে সম্মত হয়েছিলেন তিনি। প্রচারের পর প্রশংসা পেয়েছেন ভক্ত এবং সহ-শিল্পীদের কাছ থেকে। এই মিউজিক ভিডিওটি চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেছে৷
মানসম্মত এমন ভালো কাজের অফার আসলে সামনেও তাকে এরকম কাজে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া কিছুদিন আগে ‘বোল্ট- গ্লুকোজ পাউডার’ এর বিজ্ঞাপনেও নজর কেড়েছে তার পারফরম্যান্স। ভালো এবং মানসম্মত এরকম কাযে সামনেও তাকে দেখা যাবে বলে জানিয়েছেন তানভীর।
ভিন্নধর্মী অনেক কাজ নিয়ে সাম্প্রতিক এই ব্যস্ততার মাঝেই অন্যধরনের এক আনন্দ এবং ভালোলাগা নিয়েই এগিয়ে যাচ্ছেন তানভীর। যেকোনো কাজ করার সময় সেটা নাটক হোক, বা বিজ্ঞাপন বা সিনেমা সেই সময় সেই চরিত্রের মাঝেই নিজেকে সপে দিয়েছেন তিনি। চরিত্রের ব্যাপ্তি যতোটুকুই হোক না কেন তার চরিত্রের গুরুত্ব এবং তার অভিনয় দক্ষতা যেনো চরিত্রটিকে বাস্তবতার উপর ভিত্তি করে তুলে ধরা যায় সেটাই তার মূল লক্ষ্য।
সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে তার অভিমত জানতে চাইলে তানভীর বলেন– গত বছর আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ঘুরে দাড়ানোর বছর ছিলো। কারন বেশকিছু সিনেমা নিয়ে ইতিমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছিলো। তবে গতবছরের মতো এই বছরেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এটা সামগ্রিকভাবে আমাদের প্রত্যকের জন্যই নেগেটিভ একটি বিষয়। তবে এই বছরে ভিন্নধর্মী বেশ কিছু কনটেন্ট নিয়ে আমাদের নির্মাতা এবং কলাকুশলীরা কাজ করছেন৷ তবে করোনা পরিস্থিতির কারনে সব হিসাব-নিকাশ উল্টে গেলেও সামনে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো দর্শকদের হলে ফিরিয়ে আনাটাই এখন আমাদের জন্য চ্যালেঞ্জ। একজন অভিনেতা হিসেবে এটাই তার চাওয়া যে, সুস্থ ধারার বিনোদনধর্মী সিনেমা নিয়েই ঘুরে দাড়াবে আমাদের ইন্ডাস্ট্রি।
শুভকামনা রইলো নতুন প্রজন্মের এই গুণী এবং দক্ষ অভিনেতার জন্য। তার কাজের প্রতি ভালোবাসা, দক্ষতা এবং মেধা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবেন স্বতন্ত্র একটি উচ্চতায় এই কামনা রইলো।